...
খেলার পাতা
_______________
অল্পের জন্য বিশ্বরেকর্ড মিস হল ইমরুল কায়েসের:
ক্রিড়া প্রতিবেদকঃ
বাংলাদেশের হার্ডহিটিং মারকুটে উদ্বোধনী ব্যাটস্ম্যান বুম বুম ইমরুল কায়েস অল্পের জন্য বিশ্বরেকর্ডে করার গৌরব থেকে বঞ্চিত হলেন। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি মহামূল্যবান রান করতে খেলেন মাত্র ৪১টি বল। আর দু'টি বল বেশি খেলেছিলেন বর্তমান বিশ্বরেকর্ডধারী। ম্যাচশেষে ক্ষুদ্ধ এক দর্শক তার প্রতিক্রিয়ায় বলেন, ইমরুলের পারফর্ম্যান্সে আমি হতাশ। রানের জন্য এরকম ছটফট করলে (আল্লাহ না করুন), কোন্দিন না ইমরুলের পারফর্ম্যান্স অস্ট্রেলিয়ান ব্যাটস্ম্যান শ্যেন ওয়াটসনের মত ছাগল টাইপ হয়ে যায়! তবু আমরা আশায় বুক বেঁধেছি, ইমরুল আগামী খেলায় ৫রান করতে ইনশাল্লাহ ৫০ বল খেরার যোগ্যতা অর্জন করতে পারবে।
বিশ্বকাপ ফাইনাল ২০১১, মুম্বাই: গাভাস্কারের কলমঃ
গত ২রা এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে স্টেডিয়ামের পাশের রাস্তায় একটি বেগুনি কালির ফাউন্টেন পেন পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে সিবিআই এর একটি দল কলমের প্রকৃত মালিকের খোঁজে তদন্তে নামে। কেননা হর্শ ভোগলে বলেছিলেন, তিনি কেবল বলপয়েন্ট কলমই ব্যাবহার করেন। আর নভজ্যৎ সিং সিধু বলেন, ম্যায় তো স্রিফ হৃদয়ের ক্যানভাসে জাফরানী কালি দিয়েই লিখতা হ্যায়।
কোনও কুলকিনারা করতে না পেরে স্কটল্যান্ড ইয়ার্ডকে দেয়া হয় তদন্তের ভার। তাদের একটি বিশেষজ্ঞ দল এসে ব্যাপক অনুসন্ধানী তদন্ত চালিয়ে আবিষ্কার করেন, সেটি ছিল আসলে গাভাস্কারের কলম! তদন্তে জানা যায়, খেলা শেষে গাভাস্কার জর্দা দেয়া পান চিবুতে চিবুতে রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে দর কষাকষি করছিলেন। রিকশাওয়ালা ১৮রুপি ভাড়া চাইলে তিনি বলেন ভাড়া ১৮টাকা, মানে ১২ রুপি। মুলামুলির এক পর্যায়ে তার পকেট থেকে কলমটি রাস্তায় পতিত হয়।
ক্রিকেট দলের নতুন কোচ আনছে বিসিবিঃ
উট-পাল কৃষ্ণ:
বাংলাদেশ ক্রিকেট দলের পুরণো কোচের বদলে নতুন কোচ আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
নতুন কোচ অবশ্যই এসি এবং চেয়ার কোচ হবে। তবে ভলভো না মার্সিডিজ, কোন্ ব্রান্ডের কোচ আনা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ক্রিকেটাররা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, আমরা দাবী জানিয়েছিলাম কোচ নয়, প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা করে হেলিকপ্টার দিতে।
অ্যাডিলেডে ব্রেট লি-কে বেধড়ক পিটিয়ে ছাতু বানিয়ে শেভাগের সেঞ্চুরিঃ
গত পরশুদিন ভিরেন্দ্র শেভাগ অ্যাডিলেডের রাস্তায় ব্রেট লি-কে পূর্ব শত্রুতার জের ধরে বেদম পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাথে তার কাছে থাকা এক সের গম পিষে ছাতু বানিয়ে দিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে লি বলেন, আমি অসুস্থ দাদীর জন্য গম নিয়ে যাচ্ছিলাম। পথে শেভাগ আমার পথ আটকে পেটাতে শুরু করল। অ্যাডিলেডের কোতয়ালি থানার ওসি হরিপদ চাকলাদার বলেন, এবারই এটা শেভাগের নামে প্রথম অভিযোগ না। এর আগে গিলেস্পি, শ্যেন ওয়ার্ন, ম্যাকগ্রা সহ অনেকেই তার নামে একই অভিযোগে মোট ৯৯টা মামলা করে গিয়েছে।
আজকেরটা সহ মামলার সংখ্যা দাঁড়াল ১০০-তে।
রাকিবুলের অভিমানঃ ক্রিড়া প্রতিবেদক:
বাংলাদেশের প্রধান ব্যাটিং স্তম্ভ রাকিবুলকে রানের খাতা খোলার আগেই আউট ঘোষণা করায় আম্পায়ারের উপর তিন ভিষন অভিমান ব্যাক্ত করেছেন। তি্নি বলেন, আমি্ মাঠে সবগুলো খাতা নিয়ে যাই। যেমন, হোমওয়ার্কের খাতা, অঙ্ক খাতা, ইংরেজি খাতা। তো আমার রানের খাতায় নোট করা ছিল, কিভাবে রান করতে হয়।
কিন্তু আমি রানের খাতাটা খোলার আগেই দুষ্টু আম্পায়ার আমাকে আঙ্গুল উচিয়ে আউট ঘোষনা করল। ফের যদি এই কাজ করে, আমি কিন্তু আবার বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলুম, হু!
_____________________
শিক্ষা সংবাদ/ক্যাম্পাস পাতা:
____________________
ঢা.বি. ছাত্রলীগকে অভিনন্দন জানিয়েছেন বান কি মুনঃ
ক্যাম্পাস প্রতিনিধি:
শান্তি স্থাপনে এবং শিক্ষার বিস্তারে শান্তিতে নোবেলপদক জয়ী ঢাবি ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব জনাব বান কি মুন। তিনি বলেন, ছাত্রলীগের কাছথেকে আমেরিকার ছাত্রদের অনেক কিছু শেখার আছে। উল্লেখ্য, ২০০৯/'১০ শিক্ষাবর্ষে দেশব্যাপী শান্তির জোয়ার বইয়ে দেবার জন্য ছাত্রলীগকে চলতি বছর শান্তিতে নোবেল পদকে ভুষিত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নীতি ও নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতঃ
ক্যাম্পাস প্রতিবেদক:
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যুব সমাজের অধঃপতন রোধে নৈতিকতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি পরিচালনা করেন নীতি ও দর্শন বিভাগের চেয়ারম্যান, ড.এনামুল করিম নির্ঝর। তাকে সহায়তা করেন রাজীব। কর্মশালায় অতিথি বক্তৃতা রাখেন, একই বিষয়ে প্রফেসর অফ এমিরেটাস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান উপস্থিত সকলকে তার সদ্য মুক্তিপ্রাপ্ত 'স্বল্পদৈর্ঘ' চলচিত্রের একটি করে কপি উপহার দেন।
__________________________
জাতীয় সংবাদ
__________________________
ঘর গোছাতে মনঃনিবেশ করছেন আভ্যন্তরীন কোন্দলে জর্জরিত সরকারি দলের নেতারাঃ
স্টাফ রিপোর্টার:
সরকারি দলের নেতারা এখনথেকে ঘর গোথাতে মনঃযোগ দিচ্ছেন।
জানা গেছে দাম্পত্য কলহ, ঝগড়-বিবাদ; নানাবিধ আভ্যন্তরীন কোন্দলে তারা জর্জরিত। এ প্রসঙ্গে দলের একজন শীর্ষ নেতা বলেন, ঘরের অবস্থা কেরসিন। শিগগিরই ঘর গোছানোর কাজে হাত দিতে হবে। কিভাবে গোছাবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেডরুমে ওয়ার্ড্রব, আলমারি; এসব কিছুই রাখব না। আর টিভিটা ড্রইংরুম থেকে বেডরুমে নিয়ে আসব।
অত্যাধিক ধুলার কারনে কার্পেট সরিয়ে দিব।
এরশাদের কাউন্সিল সম্পন্নঃ
বিশেষ প্রতিনিধি:
জাতীয়পার্টির নেতা কবি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ সফলভাবে তার কাউন্সেলিং সম্পন্ন করেছেন। জানাযায়, গত প্রায় বছরদশেক তার পারফারম্যান্স ভাল যাচ্ছিল না। কবি কবি ভাব, অথচ কাব্যের অভাব। রোমানতিক কোনও কবিতাও লেখা হচ্ছিল না।
তাই শুভানুধ্যায়ীদের পরামর্শে তিনি কবিরাজ পাগলা ফকিরের কাছে কাউন্সেলিং সম্পন্ন করেন।
__________________
আইডিয়াঃ মতিকণ্ঠ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।