আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক রঙ্গঃ ভালবাসা দিবসে ফেসবুক স্ট্যাটাস তথা একটি স্ট্যাটাসীয় পূর্বাভাস।(হাসার প্রস্তুতি নিয়ে না ঢুকলে কেমনেকি?)

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কার ফেসবুক স্ট্যাটাস কেমন হতে পারে? আসুন একটু চেখে নেই।  নব্য প্রেমে পড়া তরুণঃ তুমি আমার সোনা ময়না পাখি, আমি বেঁচে আছি তোমার কারনেই! তুমি না থাকলে আমিও নাই, Thanks for being my girlfriend(ট্যাগ টু “Princess” হতে পারে অথবা Shown to “Angel /পরী” only) নব্য প্রেমে পড়া তরুণীঃ উফ, কি যে জাদু করলা! তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারিনা।

Friends, Life is beautifuuuuuuuuuullllllllllll...... {বিগ ফুল না ফর শিউর}(Shown to Friends or পরিস্থিতি ভেদে Only to Him.)  কবিঃ সিঙ্গেল- “ভালবাসা সে তো কিছু নয়, শুধু অর্থহীন যাতনা, কবি তো বলেই গেছেন, প্রেমের নাম বেদনা। ” প্রেমের ভিত্রে- “পারতাম যদি, ভালবাসার এই দিবসে, মেঘ গুলো এনে দিতাম তোমার আকাশে। পকেটে টাকা থাকলে ডেট এ যাইতাম, ফোনে মিছা হাত ভাঙছে বলে কি আর কানতাম?” (খবি মাত্রই খান্না খাটি, ধুর ধুর)  ছাগুঃ পেরমের মধ্যে বা বাইরে- আগে আম্রা ভাবছিলাম যে এই বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তুক! যখন আম্রা সাইদি হুজরের মহান বানী শুনলাম তারপরে হুজুর এক এক করে আমাদের সবার স্বপ্নে আসল। বলল, “বাবারে, মাইকে তো আর কইতে দিলনা, আমি কইয়া যাইতে চাইছিলাম, তোমরা পেরেম করবা, পেরেম করা ভাল। আমার মনে দেখনাই কত পেরেম? লইটটা ফিশ নিয়মিত খাবা ও পেরেম করবা।

ফোনসেক্স একটা হেলদি বিষয় আর মনে রাখপা, টেবিল ও পান খুব ভাল জিনিশ। আমার দোয়া চাইলে তোমরা পেমের করবা” তাই আম্রা এখন বিষয়টা নিয়ে ভাবতেছি ও চেষ্টা চালাইতেছি।  রাজনীতিবিদঃ (যদিও এনাদেরকে প্রেমে বা বিরহে কোনটিতেই এই দেশে খুঁজে পাওয়া কঠিন এবং উনারা বিয়েতে বিশ্বাসী, তবু সাহারা খাতুন এর মত কাউকে ধরে নিলাম) (বিরোধীদলের রাজনৈতিক) প্রেমে- দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে এমন একটি দিন দেয় দু’দণ্ড স্বস্তির পরশ। রাজপথে কপোত-কপোতীর হাতে-হাত কাঁধে-কাঁধ মিলিয়ে চলতে দেখে মনে হয় দেশে শেষ পর্যন্ত একটি সঠিক জোট গড়ে উঠেছে! (বিরোধীদলের রাজনীতিবিদ) পাত্তা দেয়না কেউ- মুল্যস্ফীতির অভিশাপে যুবসমাজ যে বিধ্বস্ত হবার পথে বিষয়টি কি কেউ দেখবেনা? তারা আজ একটি প্রেম চালানোর সামর্থ্য হারিয়ে ফেলেছে! অন্যদিকে তরুণী নেত্রীকে জেলে ভরে রাখা হয়েছে। কাল অর্ধদিবস হরতাল, গাড়ি গ্যারেজে রাখবেন।

(সরকারী রাজনীতিবিদ) প্রেমে- ভালবাসা দিবস এই দেশে অনেক উদ্দীপনার সাথে পালন করা হচ্ছে। আমাদের নেত্রী বেগম অমুক এই বিষয়ে উৎসাহ দিয়ে বলেছেন সায়ারা খাতুন না পারলে কি? আমাদের ছেলে মেয়েরা অবশ্যই পারবে! (শেষে ভিক্টরি সাইন হিসেবে V থাকবে, তাই বলে আবার ওনাকে ভারজিন ভাবাটা ঠিক হবেনা) (সরকারী রাজনীতিবিদ) বিরহেঃ ভালবাসা দিবস! (ফোঁস!) হ্যাঁ পদ্মা সেতু আমরাই করে যাবো, যেভাবেই হোক, আর এতে যদি ভালবাসা দিবসের মত অর্থহীন দু’একটা দিবস বাদও দিতে হয়, এতে দাতা দেশগুলো কিছু মনে করবে বলে মনে হয়না। আবুল সাহেব দেশ প্রেমিক মানুষ, আবুল(২) অনেক বুদ্ধিমান মানুষ, একটা উপায় হবেই। আর হ্যাঁ, কি যেন বলছিলাম? ভালবাসা দিবস? সব যুদ্ধপরাধিদের বাঁচানোর কৌশল, এসব পশ্চিমা দিবশ-টিবশ দিয়ে রাজাকারদের বাঁচানো যাবেনা।  ডাক্তার আইজুদ্দিন(আমার চেনা জানা ডাক্তার এই একপিসই) প্রেমে- জীবনটা ঠিক ওপেন হার্ট সার্জারির মত, তুমি আছ বলে প্রতিটি মুহূর্তে একটি টেনশন! কি হয়, কি হয়! তবে শুধুমাত্র এই এক অপারেশনেই আমি টাকা পয়সা না নিয়েও খুশি আছি।

বিরহে- তুমি চলে গিয়েছ, স্টেথস্কোপ ছাড়াই তোমার হৃদস্পন্দন এখনও শূনতে পাই। তুমি আমায় ছেড়ে গেছ, ঠিক যেমন আমার হাসপাতালে ভর্তি হওয়া প্রায় রোগীর শরীর থেকে জানটা বের হয়ে যায়।  বিবিএ/এমবিএ/সিএ/এসিসিএ, আইবিএ, ছিএমএ ইত্যাদিঃ প্রেমেঃ বাজেট তৈরি করে ফেলেছি। অবশেষে ফাইনাল একাউনট মিলিয়ে অবচয় দেখিয়ে পকেট ভরলাম ও নিজেকে বুঝ দিলাম। বাবার তহবিল তসরুপ করার বিষয়ে ভেবেছিলাম, তবে এটি ব্যাবসায়িক নৈতিকতার সাথে স্লাইটলি সাংঘর্ষিক বলে নেগেটিভ ডিসিশন মেকিং এর মধ্যেই থাকলাম।

তবে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ভয়ে রয়েছি, সুদূরপ্রসারী পরিকল্পনা করে এখনই উদ্যোগ নেওয়া কতটা উচিৎ হবে বিষয়টি নিয়ে কোন একটি কন্সালটিং মিটিং দরকার, বন্ধুর সাথে। মেয়ে লিখবে, কনফিডেন্স ও প্রেজেন্টেশনটা ঠিক রাখতে হবে। বিরহেঃ এল.এইচ.হ্যানি ও এম. এন. মিশ্রা বলেছেন, (নিজের মত করে)“ ভালবাসা সবসময়ই ব্যাবসা বান্ধব পরিবেশ তৈরিতে নেগেটিভ প্রভাব রাখে, কর্মচারী ও শ্রমিকদের কাজের প্রোডাক্টিভিটি নেমে যায় ............ব্লা ব্লা ব্লা। ”  ইঞ্জিনিয়ার(বুয়েট নাও হতে পারে) প্রেমেঃ কলকব্জার টুংটাং এর মতই মধুর তোমার নুপুরের শব্দ। যখনই আমার কর্ণপটে ৯০ ডিগ্রি কৌণিক এসে ধাক্কা দেয় এর ভাল লাগা কোন এককে পরিমাপ করতে পারিনি।

তবে একবার চেষ্টা করেছিলাম, অনেকক্ষন গভীর পর্যবেক্ষণ ও গননার পড়ে e=mc^2 সূত্র ধরে পাই .................. (forget it) “অনেকক্ষণ পরে, দেখেছ, আমি তোমাকে কত ভালবাসি? প্রমান হয়ে গেল তো???” মেয়েটি ছেলের বেসুরো গলার আওয়াজ একই সূত্রে প্রমান করে দিতে পারে। ছ্যাঁকা খাওয়া ইঞ্জিনিয়ারঃ আজ ভালবাসা দিবসে একটি দারুন খবর দিতে চাই, বাস্তবের চেয়েও অনেক বেশী ভাল সুবিধা সম্পন্ন একটি মেয়ে রোবট এর ডিজাইন প্রায় শেষ করে এনেছি! মেয়েটি ছেলে রোবটের কথা লিখতে পারে। (এইখানে নিয়া যাব, তাও হ্যাঁ কও পিলিজ সোনা)  অর্থনীতিবিদঃ প্রেমে- ভালবাসা দিবসে চাহিদা ও যোগানে যে হঠাৎ তারতম্য দেখা দেয় বিষয়টি কিন্তু খারাপ নয়। কারন এতো এতো কার্ড, ফুচকা-চটপটি ও গিফট সামগ্রী বিক্রি হবার কারনে গিফট শপগুলো তাদের যে বানিজ্য ঘাটতি সেটি পুষিয়ে উঠতে পারে। বিরহেঃ প্রথমত এইরকম দিবসগুলো হল অর্থের অপচয়।

এছাড়াও প্রেমিকের পকেটের যোগানের বিপরীতে প্রেমিকার যে অসম্ভব চাহিদা, একটি সমৃদ্ধ অর্থনীতি গঠনে এটি একটি বিশাল প্রতিবন্ধকতা। তাই আমি “ভালবাসা দিবস ও অর্থনীতির উপরে এর ক্ষতিকর প্রভাব” শীর্ষক গোল টেবিল বৈঠক আয়োজন করতে যাচ্ছি। ১৪ই ফেব্রুয়ারি বিকেল ৪ টা। একটি সতর্কবার্তা, আইজ যতই দৌড়ানি দেন মাইয়াগো, ভুইলা যাইয়েন না, ১৪ নভেম্বর কিন্তু সামনে। যদিও ফেবুতে ঘুড্ডির পাইলট, বোকা ডাকু ও রিমন রনবির ভাই সহ মিটিংয়ে একটি সমাধান প্রস্তাবনা এসেছিল, ১৮+ পোস্ট নয় জন্যে আর কইলাম না! ___________________________________________________ "আজকাল আমারও ফেরেমে ফরতে ইচ্ছা করে, কি যে করি, সারাদিন চাপ চাপ ব্যাথা অনুভব হয়।

আমার খুব লইজ্জা লইজ্জা লাগে, এইকারনে কিছু কইতে পারছিনা কাউরে। আপনারা ফেরেম করুইন, পাবলিকলি বেশীকিছু কইরেন না, সিঙ্গেল পুলাপাইনদের খ্রাপ লাগেনা বলেন দেখি???" আর বন্ধুগন, ইনি হচ্ছেন মডেল ঊর্মিলা, যাতা মার্কা একটা ক্রাশ খাইছি, কেমনে কি করব বুঝিনা, চাপ চাপ ব্যাথার জন্যে ইনিই দায়ী, এত্ত কিউট কেন হয় বলেন তো!? তুমি মডেল বলে কি তোমাকে আমি পাবনা সুইটি? মনে রাকপা আরিপ খানও কিন্তু মডেল! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.