আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক ৪ কাপ চায়ে ডায়াবেটিসের ঝুঁকি কমে

দৈনিক চার কাপ বা তার অধিক পরিমাণে চা খেলে ডায়াবেটিসের ঝুঁকি ২০ শতাংশ হ্রাস পায়। ইউরোপের আটটি দেশে গবেষণা করে জার্মানির গবেষকরা বুধবার এই দাবি করেন। গবেষণায় বেরিয়ে এসেছে, ডায়াটেরি ফ্যাক্টর হওয়ায় অধিক পরিমাণে চা পান টাইপ টু (মধ্যবয়সী লোকদের ডায়াবেটিস) ডায়াবেটিসের ঝুঁকি থেকে লোকদের রক্ষা করে। চা মানবদেহে গ্লুকোজের পরিপাক ঘটাতে কার্যকর ভূমিকা রাখে। বেটাকোষ নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে।

এসব ফলাফল পাওয়ার কারণ হলো চায়ে পোলিফেনল নামক এক ধরনের উপাদান রয়েছে। গবেষণাটি সম্পাদন করেন জার্মানির হেইনরিচ হেইন বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস গবেষণা কেন্দ্র। গবেষণা দলের নেতৃত্ব দেন ক্রিস্টিয়ান হার্ডার। ইউরোপের আটটি দেশে ২৬টি কেন্দ্রে গবেষণাটি করা হয়। এতে অংশ নেয়াদের মধ্যে এক লাখ ২৪ হাজার তিনজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি ও এক হাজার ডায়াবেটিসহীন ব্যক্তি।

গবেষণায় বেরিয়ে এসেছে, চার কাপের চায়ে কম চা পানে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.