আমাদের কথা খুঁজে নিন

   

মোজা কিনতে চাই, কোথায় পাবো? ব্লগার ভাইয়ের সাহায্য করুন

আমি সাধারনত "Rocky" ব্রান্ডের মোজা ব্যাবহার করি। বনানী কেমাল আতাতুর্ক এভিনিউর ফুটপাত ব্রান্ডের দোকান থেকে কমদামে এই মোজা কিনে বছরের পর বছর ইউজ করতেছি। এত বছর কোন যামেলা ছিলো না, কিন্তু এই বছরের অতিরিক্ত গরমে ঐ মোজা পরে আর শান্তি পাচ্ছি না, একেতো ভেরী লুজ ইলাষ্টিক তার উপর ভয়াবহ গন্ধ। কোনমতে জুতা থেকে মোজা আলাদা করলে ১০০০ বর্গমিটার এলাকায় কোন লোকজন টিকতে পারে না। আমি যেই মুজা চাই সেটাতে নীচের গুনাবলী থাকতে হবে.................................... ১> মোজা অবশ্যই ভালো ব্রান্ডের হতে হবে, এমনকি ফুল প্যান্ট পরার পরেও ব্রান্ড নেমটা দেখা যায় সেই সিস্টেম থাকতে হবে।

২> ইলাষ্টিক অবশ্যই টাইট হতে হবে। ৩> একেবারে সুতি হতে হবে, ৬৫/৩৫ হলে চলবে না। ৪> মোজা থেকে বেলীফুলের গন্ধ বের হতে হবে, যাতে অফিসে এয়ার ফ্রেশনার ইউজ করতে না হয়। ৫> মাসে কমপক্ষে একবার ধুইলে যাতে বেলীফুলের গন্ধ অক্ষত থাকে। এবং উপরের ছবির মত কালারফুল হতে হবে।

এমন মোজা কই পাই আপনাদের জানা থাকলে জানিয়ে যাবেন প্লিজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.