গতরাতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে 'আজকের বাংলাদেশ' নামক লাইভ অনুষ্ঠানে মোজাম্মেল বাবু জানালো সামহয়ার ইন (যাকে এর সদস্য ব্লগাররা সামু নামে ডাকে) নাকি জামায়াতের ব্লগ। এখানে নাকি 'মওদুদী' মতবাদ প্রচার করা হয়।
সুশিক্ষিত সচেতন ও মুক্তমনা কিছু বন্ধু-বান্ধবের দেখাদেখি অনেকদিন আগে সামুতে 'ধোপা' নামে একটা একাউন্ট করেছিলাম। তাদের মধ্যে 'ক্যামেরাম্যান' এর নাম উল্লেখ না করলেই নয়। কারণ যতদূর জানি সে শুরু থেকেই স্ব-উদ্দীপনায় সামুর সকল মহৎ উদ্যোগে নিজেকে সম্পৃক্ত রেখেছ।
আমরা প্রায় সমবয়সী এবং বয়সের বিচারে মধ্যাহ্নে অবস্থান করলেও 'ক্যামেরাম্যান'কে আমি দেখেছি একজন 'ব্লগ উদ্দীপ্ত' উচ্ছল তরুণ হিসাবে। তার কাছ থেকে সামুর জন্ম ইতিহাস সহ এর সাথে সংশ্লিষ্ট সবার ব্যাপারে অনেক আগেই জেনেছি। তাই মোজাম্মেল বাবু যখন গায়ের জোড়ে সামু'কে জামায়াতের ব্লগ বলে গালি দেয় তখন উত্তেজনায় রক্ত চাপ বেড়ে যায়না শুধু, মেজাজটাও খিচরে জায় বটে। কারণ মুক্তিযুদ্ধ প্রত্যক্ষকারী ৭১ প্রজন্ম হিসেবে জামায়াত আর রাজাকার শব্দ দু'টি কানে এলেই দেহ মনে একধরনের রসায়ন তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা যাবেনা।
মোজাম্মেল বাবুকে আমি চিনি ৯০ এর দশক থেকে।
একজন প্রাক্তন জাঁদরেল ছাত্র নেতা, লেখক ও সাংবাদিকের প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে তার সাথে আমার স্বল্প সময়ের পরিচয়। তৎপরবর্তীতে কোনো যোগাযোগ না থাকলেও বিভিন্ন সময় তার ভিন্ন ভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের খবর কিছু রেখেছি।
উগ্রপন্থী ও সাম্প্রদায়িক শব্দ দু'টি আমরা শুধু ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করলেও, দলীয় ও রাজনৈতিক আদর্শে মোহাচ্ছন্ন হয়েও কেউ কেউ উগ্রপন্থী ও সাম্প্রদায়িক রূপ ধারণ করতে পারে। মোজাম্মেল বাবুও এরকম কয়েকজনের প্রতিনিধিত্ব করে। ইদানীং টেলিভিশনের টক শো গুলোতে তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা ও অশালীন আচরণ পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে।
আমি মনে করিনা মোজাম্মেল বাবু সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী কেউ। তাই বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের উচিত তাকে এড়িয়ে চলা। কারণ আমার বিশ্লেষণে মোজাম্মেল বাবু একজন 'ওয়ান আইড ম্যান' এবং সাম্প্রদায়িকতো বটেই। তার সাক্ষ্য তিনি গতকালও রেখেছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে। সে জনাব নাইমুল ইসলাম খানকে দু'বার শিশুতোষ বক্তা হিসাবে অভিহিত করেছেন।
তাছাড়া মোজাম্মেল বাবু স্বার্থান্বেষী মহলেরই একজন যে ব্যক্তিগত ফায়দা হাসিলে যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে কুণ্ঠিত হয়না। মোজাম্মেল বাবু, লেখাটি যদি দৈবগুণে আপনার গোচরীভূত হয়ে যায় তাহলে 'উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রিসোগ্রাফ ও সপ্তসিন্ধু লিমিটেড' অধ্যায়টি একবার স্মরণে আনার আহ্বান জানাচ্ছি।
পরিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কিন্তু মুক্তমনা সচেতন ও আত্মমর্যাদা সম্পন্ন সামুর সকল সদস্য ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা সামুর গায়ে কলঙ্ক লেপনের জন্য তীব্র প্রতিবাদ সহ ধিক্কার জানাই। অন্যদিকে মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেয়ার জন্যও সামু কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।