সত্য সন্ধানে সর্বদা নির্ভিক আজ রাজধানীর আকাশে ছিলো আষাঢ়ের কালো মেঘ। আর মেঘের আকাশে ছিলো ভাসমান কিছু প্রশ্নের মেঘ। কেন তোমরা আমার পাশে নাই এই দিনে? এমনটি তো হবার কথা ছিল না। তবে কেন আমার আকাশে তোমরা আজ দুটি জ্বলজ্বল তারা হলে? যাদের অনুভব করি কিন্তু ছুঁতে পারি না। এমন সব প্রশ্ন আর না পাওয়া উত্তর নিয়ে ৬ষ্ঠ জন্মদিনের কেক কাটলো মেঘ।
সাগর সারওয়ার আর মেহেরুন রুনির রেখে যাওয়া প্রাণে টুকরাটি।
তবে আমার প্রশ্ন হলো তার প্রতি যিনি কিনা বেডরুমের পাহারার দায়িত্ব নিতে পারবেন না। তবে খুব বড় গলায় বলেছিলেন মেঘের দায়িত্ব আমার। আমার প্রশ্ন, কি দিলেন এই অবুঝ শিশুটিকে তার জন্মদিনে? এতো দিনে কি তার পিতা-মাতার খুনিদের সনাক্ত করে বিচারের সম্মুখিন করে বোঝাতে পারলেন না যে, মেঘ শুধু তুমি না আমিও কোন এক রাতে আমার বাবা-মাকে হারিয়েছি। বাবা-মা হারানো কষ্ট তো আপনার চাইতে আর কারো ভালো বোঝার কথা না।
আমার প্রশ্ন নির্বাচনী ইসতিহারের মতো মৌখিক ভাবে কেন মেঘের দায়িত্ব নিলেন? একটা দিন একটা বারের জন্য কি এই এতিম ছেলেটির মাথায় হাত রাখতে পারলেন না? এতো ব্যস্ততার মধ্যেও কি আজ আপনার সময় হয়নি শিশুটি পাশে থাকার? আপনি কি পারতেন না পিতৃ-মাতৃহীন শিশুটির হাতে হাত ধরে তার জন্মদিনের কেকটি কাটতে? তবে কেন বা কে আপনাকে বলেছে মেঘের দায়িত্ব নিতে? মনে রাখবেন মেঘের দায়িত্ব কেবল নিতে পারে আকাশের মতো অসীম কেহ। আর সে যে আপনি নন তা বুঝতে আর কারো বাকি নেই।
শুভ জন্ম দিন মেঘ, দখল করে নাও বিস্তৃত আকাশ। ঝড়ে উড়িয়ে দাও সব মন্দ ও কালোকে। স্নীগ্ধ বৃষ্টিতে ভিজিয়ে দাও এ জাতিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।