আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মধ্যপন্থী ও ধর্মীয় নেতা হাসান রুহানি। বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের স্থলাভিষিক্ত হবেন তিনি। চলতি বছরের জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন রুহানি। ছয়জন কট্টরপন্থী প্রার্থীকে হারিয়ে ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচনের ফলাফল অনুমোদন করবেন।


আজ শনিবার থেকে রুহানির প্রেসিডেন্টের মেয়াদ শুরু হবে। তবে তাঁর অভিষেক অনুষ্ঠান হবে আগামীকাল রোববার।
রুহানি কট্টরপন্থীদের চরম সমালোচক হিসেবে পরিচিত। তিনি মনে করেন, বিদায়ী প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি যে ধরনের নীতি অনুসরণ করছেন, তা ইরানকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। সংস্কার কার্যক্রম গ্রহণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের বিচ্ছিন্নতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন ৬৪ বছর বয়সী এই সংস্কারপন্থী।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.