আমাদের কথা খুঁজে নিন

   

সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্ব পেল কেপিএমজি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের জন্য জার্মানভিত্তিক নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজিকে প্রতিষ্ঠানটির সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এই স্কিম বাস্তবায়নের জন্য ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কনসালট্যান্ট খালেদ রহিমকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বিকেলে ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৯০ দিনের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এটি বাস্তবায়ন করা হবে।’
এর আগে গত সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। ডিএসইর সভাপতি রকিবুর রহমান কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন: ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক আহসানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ হাসেম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ও আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগম।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.