আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়া আজ আবার রণক্ষেত্র, আহত শতাধিক

বেতন বাড়ানোর দাবিতে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় আজ শনিবার আবার শ্রমিক-পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ক্ষুব্ধ শ্রমিকেরা আজও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় কয়েকজন পুলিশ সদস্যসহ শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে কর্মস্থলে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করেন আশুলিয়ার কাঠগড়া এলাকার মাহবুব অ্যাপারেলসের শ্রমিকেরা। এরপর তাঁরা ওই এলাকার অন্যান্য কারখানায় হামলা চালান।

এ সময় এসব কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শ্রমিকেরা এক হয়ে জিরাব এলাকার আবদুল্লাপুর সড়কে গিয়ে বিক্ষোভ শুরু করলে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে আবদুল্লাপুর বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাব পর্যন্ত এলাকার উভয় পাশের দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও তাঁর ভাই ইসমাইল হোসেনের মালিকানাধীন হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় কাজ চলতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-নবীনগর পর্যন্ত এলাকার বিভিন্ন কারখানায় ছুটি দেওয়া হলে ওই এলাকায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নবীনগর-কালিয়াকৈর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জামগড়া, সরকার মার্কেটসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। জবাবে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং রাস্তায় গাছের গুঁড়ি ও কংক্রিটের পাইপ ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। শ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু হা-মীম গ্রুপে এসে দিনব্যাপী বৈঠক করে শুধু ওই গ্রুপের শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এতে তাঁদের কোনো লাভ হয়নি। প্রতিটি কারখানার কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকেরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।