আমাদের একটা মানুষের সমাজ লাগবে হেফাজতে ইসলাম আলোচনায় বসতে চাচ্ছেন না গনজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের সাথে, কিসের ভয় তাদের? ধর্ম রক্ষার আন্দোলনে সহনশীলতা, আলাপচারিতার বদলে তারা বেছে নিলেন ককটেল ফোটানো আর জনমনে ভয়ভীতি সঞ্চারণকে।সবচে ন্যাক্বারজনক ভাবে গতকালের হেফাজতের সমাবেশ থেকে সাঈদীর রায় বাতিলের দাবি উঠল। এতেও কি এদেশের ধর্মপ্রাণ মানুষের বুঝতে বাকি আছে এরা কারা? আশুলিয়ায় গতকাল গণজাগরণের সমাবেশ হয়, যাতে সত্যিকার অর্থে সর্বসাধারণের উপস্থিতি ঘটেনি, লোকজন বলছে এলাকার সাংসদের প্রতি মানুষজন বিক্ষুব্ধ উনার মাধ্যমে সমাবেশ আয়োজন করায় মানুষের ঢল নামেনি। মানুষ শাসক শ্রেণীর এই দলগুলো থেকে মুখ ফিরিয়েছে। যেখানেই আশ্রয় পাচ্ছে মানুষ সেখানেই ঝাপিয়ে পড়ছে যার প্রমাণ শাহবাগে। এই বাংলাদেশ দ্রুতই বদলে যাবে, মানুষ ঘুরে দাড়াবে আবার ৫ ফেব্রুয়ারীর চেতনায় যা মুক্তিযুদ্ধের আকাঙ্খারই ধারাবাহিকতা। সত্যিই অনুভব করছি ৭১ ফিরে ফিরে আসে........শুধু সংগঠিত পদযাত্রার অপেক্ষা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।