আমাদের কথা খুঁজে নিন

   

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আন্দোলন গড়ার কারণে কিশোরী আরিফা গ্রামছাড়া : লজ্জা লাগে আমাদের অপারগতার কথা ভেবে

কাল ফেইস বুকে একটা শেযার পেলাম,ভেবেছিলাম মজার কিছু হবে কিন্তু ঢুকে সেটা পরার পরে নিজেকে কেন যে ভিতর থেকে শূন্য মনে হচ্ছিল । যে আমরা কোথায় বাস করছি?কেও কি নেই যে ওই সাহসী মেয়েটিকে সাহায্য করবে ?গ্রামের সাদাসিধে কিশোরী একটা মেয়ে। কী দুর্দান্ত সাহস তার! এই ছোট্ট বয়সেই সে তার গ্রাম নিয়ে ভেবেছে। সঙ্গী-সাথিদের নিয়ে নেমেছে তার নোনাপুকুর গ্রামকে মাদকমুক্ত করার সংগ্রামে। তৈরি করেছে নোনাপুকুর মাদকবিরোধী গণগবেষক দল।

কী অসাধারণ একটা ব্যাপার! আমরা শুধু অন্যায়ের বিরুদ্ধে বলেই গেলাম সারা জীবন কিন্তু দেখুন ওই মেয়েটি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি নেমেছে মাঠে যা আমাদের সমাজে বিরল। দুঃখ কেবল এই, অসাধারণ ব্যাপারটার সঙ্গে যোগ হয়েছে আরও কিছু সাধারণ (!) ব্যাপার। আরিফা খাতুন নামের এই কিশোরীর কাজকর্ম মোটেও ভালোভাবে নিতে পারেনি স্থানীয় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম। তার হাতে প্রহূত হয়েছেন আরিফার বাবা ও ভাই। মাদক ব্যবসায়ীর হুমকি-ধমকির কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে আরিফা।

স্কুলে যাওয়া বন্ধ। আরিফার আশ্রয় এখন রাজশাহী মহিলা অধিদপ্তরের নিরাপদ নিবাস। (সূত্র: পৃষ্ঠা: ৫, প্রথম আলো, জুন ২০১২) বাহ দেখুননা তার কি পরিনতি এটিই কি সভ্যতা যেখানে যার উচিত পলায়ন করা সে দিব্বি ঘুরে বেড়াচ্ছে আর যে বীরের মত প্রতিবাদ করলো তার জন্য শুধুই ভয় আর গ্লানি । কোথায় আমাদের আইন ?কোথায় আমাদের ন্যায় ? শুভ আর অশুভের সংঘাত অবশ্যম্ভাবী। আরিফার পরিবার বনাম স্থানীয় মাদক ব্যবসায়ীর সংঘাতও তাই অনিবার্য।

আরিফা গ্রামছাড়া হয়েছে। তার শেষ পরিণতি কী আমরা জানি না। শুধু এটুকু জানি, আরিফা যে সাহস দেখিয়েছে, সেটি আমাদের অনেকের মাথা হেঁট করে দেওয়ার মতো। চারপাশের অনাচার দেখে আরিফা তথাকথিত ভদ্রলোকদের মতো মুখগুঁজে থাকেনি। অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ানোর সাহস করেছে।

শুধু নিজে ভালো না থেকে তার পুরো গ্রামটাকে ভালো রাখার চেষ্টা করেছে। এটুকু সাহস আমাদের কয়জনের আছে? আরিফার মতো সাহস হয়তো আমাদের সবার হবে না। আমরা অন্তত বিপদাপন্ন মেয়েটা আর তার পরিবারের পাশে গিয়ে তো দাঁড়াতে পারি—নাকি সেটুকু সাহসও আমাদের হবে না? তাই আমার আকুল আবেদন থাকবে ওই এলাকার কোনো প্রভাবশালী ও পরোপকারী ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে প্লিজ সাহায্য করবেন ওই মেয়েটিকে সাহায্য করতে । ঠিকানা : রাজশাহী মহিলা অধিদপ্তরের নিরাপদ নিবাস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.