আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু ও মাদক

গলায় ব্যাথা!! আওয়াজ তুলতে পার্তাসি না!!

হাসপাতালের বারান্দায় দাড়িয়ে কাদছে ইমন কারন তার মা ভীষণ অসুস্থ সার্ভিকস ক্যন্সারে আজ ২ বছর ধরে ভুগছে। প্রথমে কেউ তেমন একটা গুরুত্ব দেননি পরে ইমনের মা গুরুতর অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু ততদিনে অনেক কিছু হয়ে গেছে। কিছুদিন পর ইমনের মা মারা গেলেন ইমন ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। মায়ে মৃত্যুকে ইমন কিছুতেই মেনে নিতে পারল না সব সময়ই মায়ে কথা মনে পড়ে। মায়ের শোক ভুলতে ইমন বেছে নেয় মাদক হেরোইন, গাজা সহ এমন কোন মাদক নেই যা ইমন নেয় নি আজ ইমন মৃত্যু পথযাত্রি। মরন নেশা ওকে নিয়ে যাবে ওর মায়ের কাছে। এখন শুধু ও বলে এই নেশার পথে না এলে নাকি এত তারাতারি ওর মায়ে কাছে যেতে পারত না। আর আমরাও ইমনের মৃত্যুর প্রত্যাশায় আছি(?) কারন বেচেঁ থেকে ও অমানবিক কষ্ট পোহাচ্ছে তা আমি ওর প্রিয় বন্ধু হয়ে খুব সহযেই অনুমান করতে পারি। বন্ধু তুমি মরে যাও! আর আমাদের জন্য রেখে যাও এই অভিশাপ্ত পৃথিবী। আমি শুধু ঘাসফুল হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকব তুই তারা হয়ে জ্বলে উঠিস আমাকে ক্ষমা করিস আমির সব কিছু জেনেও তোকে নেশার জগৎ থেকে ফেরাতে পারিনি ................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.