আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছিন্ন

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। কাল আসোনি তাই বলে কাল আসোনি তাই বলে কি আজও আসবে না কাল তোমায় দেখা হয়নি দু'চোখ মেলে আজও কি দেখা হবে না দুয়ার খুলে কাল ছিলে এক ঘন ঘোর তমসায় আজ কি দেখবো না নব সুষমায় কাল ছিলে তুমি বাহু মেলে জোছনা কিরণ সৈকতে আজ কি মিলবো না রাঙা প্রভাতে একবৃন্তে! ২। মিশে আছো তুমি খুব মিশে আছো একদম মিহি কণা হয়ে রক্তকণিকায় হৃদপিন্ডে উষ্ণ রক্তধারায়। তুমি চলে যাও দূরত্ব বাড়ে হৃদয়ের চঞ্চলতা বাড়ে এক জীবন্ত লাশ হয়ে পড়ে থাকি শূন্য ঘরে। ২।

সাধগুলো জীবনের সাধগুলো শাদা বোতলে রেখেছি সব রঙের উৎপত্তি যেখানে--- সেই শাদা। তাকিয়ে তাকিয়ে জীবন শাদা করতে চেয়ে কাদায় মাখামাখি হয়ে গেল সবাই সবার রঙ নিয়ে গেল আমার জীবনের কোন রঙ নেই নেই আলো আমার আকাশের রঙধনু চির অপসৃত হলো। ৪। এমন তো নয় কিছু এমন তো নয় কিছু চলছি তার পিছু কিংবা সাথে সাথে সকাল-সন্ধ্যা-রাতে। হাঁটছি যেন পথে হাত নেইতো হাতে শুধুই তল্লাটে বুকের ভিতর ঘূর্ণি প্রপাতে।

হাঁটছি তার সাথে এমন নয়ত কিছু খাতার ভিতর মাথার ভিতর পুষছি এক বিচ্ছু। বিষের ছোবল অঙ্গে অঙ্গে খেলছে সে সারা অঙ্গে রঙ্গের ছোবল ব্যথা প্রবল। ধরতে না পাই ছাড়তে না পাই কি জ্বালায় এক দিন চলে যায় উঠতে চলতে পারি না আমার ভাল লাগেনা ভাল লাগেনা একলা থাকা ভাল লাগে না। ড্রাফট ১১.০৪.১৩ ছবিঃ নিজস্ব এ্যালবাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।