আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
সারাদিন একসাথে, সারাদিন,
সন্ধ্যায়?
সূর্যালোক আর ছায়াগুলি আমাদের
ধুলোমোছা, কালোধোঁয়া,
দুই গ্লাস কোকা-কোলা তৃষ্ণা নিবারণ আমাদের,
সারাদিন একসাথে ওঠাবসা,
বসে বসে উঠে উঠে এদিক সেদিক,
পায়ের তলায় ভাঙা
কথার ভেতর গড়া
সময়ের বীজ আর শস্য আমাদের;
সন্ধ্যায়?
শব্দের শীলতা, আওয়াজের পরগনা,
পাশাপাশি পাশে রাখা পাশাপাশি,
বোধগুলি চোখে চোখে ডানা পায়,
হাতের পরমে হাতঃ আশ্রয়গুঞ্জন;
খুচরো পয়সার ব্যবস্থাবিদ্যুৎ আমাদের।
খোঁপায় বৃন্তচ্যুত বেলী-মালা জড়িয়ে
পাখিদের সাথে বসে মুড়ি-বুট-চানাচুর;
মায়াবী হরিণ চিড়িয়াখানার
হাত থেকে খায় চিনাবাদামের,
হাসিগুলি, কথাগুলি, আকাশ মাটির নিরবতা,
সারাদিন একসাথে আমাদের;
সন্ধ্যায়?
স্বপ্নীল ভালবাসার প্রশস্তগাঁথা বুনন,
সবার অলখে উষ্ণ আলিঙ্গন,
চারচোখে অপাঙতেয় কথামালার
সংমিশ্রন, সময়ের হাত ধরে বয়ে চলা
একটি তরী, দুচোখে সফল প্রেমের
দুর্নিবার স্বপ্ন সারাদিন,
সন্ধ্যায়?
নদীতটের পানে হাত ধরে
হেটে চলা অনেকটা পথ-
নির্বিকার আলাপন নদী-গাঙচিলের,
টকটকে রবির অস্তরাগ তা'র কপোলে
সান্নিধ্য লগনে হৃদয়-অন্তস্থলে
জাগরূক স্বর্গীয় অনুভূতির
সারাদিন এভাবে একসাথে আমাদের;
সন্ধ্যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।