কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।
যেমন বলেছিলে, কদম ফোটা রাতে বৃষ্টি হলে একা একা
লাগবেই, তটস্থ হয়োনা, ডাহুকেরা অমনই ডাকে,
ওতে যন্ত্রণা নেই।
ছেলেগুলো বড্ড পটানো পটানো বৃষ্টি এলেই চোখে মুখে
সেটে নেয় কান্নার রং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।