একটি স্টলে “বিজ্ঞানের মজার প্রোজেক্ট” শিরোনামে বিজ্ঞান প্রোজেক্টগুলো হাতে-কলমে দেখানো হয়েছে। আরেকটি স্টলে বিজ্ঞান ও গনিতের নানান মজার মজার বই রাখা হয়েছে। মেলা উপলক্ষে বই গুলোতে ২৫% ছাড় দেয়া হয়েছিল। অনেকে আনন্দের সহিত বই গুলো সংগ্রহ করেছেন। তেওতা উচ্চ বিদ্যালয় এর একজন শিক্ষক উনার পছন্দের একটি বিজ্ঞান ভিত্তিক বই কিনে অনেক উপকৃত হয়ে জানালেন এই বইটি আমি অনেক খুঁজেছি কিন্তু সময়ের অভাবে ঢাকা না যেতে পারায় এখানে বইটি পেয়ে আমি ব্যাপক আনন্দিত।
এ ছাড়া আরেকটি স্টলে বিজ্ঞানের নানান প্রোজেক্টগুলো ছেলে-মেয়েদের হাতে কলমে করতে দেয়া হয়। এ ছাড়াও মেলাপ্রাঙ্গনে বিজ্ঞান একাডেমীর সহায়তায় বিজ্ঞানের নানান বিষয়ের উপর বানানো পোস্টার প্রদর্শন করা হয়। বিকেল ৩টা থেকে ছেলে মেয়েদের গনিত ক্লাস ও শিক্ষকদের নিয়ে বিজ্ঞানের ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাশে কিভাবে পড়ালে আর কোন পদ্ধতি অবলম্বন করে ছেলে মেয়েদের বিজ্ঞানের প্রতি মজা ও আগ্রহ বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। দিনের শেষে বিজ্ঞান কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় ও বিজ্ঞান ও গণিত ভিত্তিক নানান প্রশ্ন করা হয়।
এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।