মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতি করতে এসে গণপিটুনিতে মামুন হোসেন (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। উপজেলার ধুলণ্ডি গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন জেলার সদর উপজেলার তরা বান্দুটিয়া গ্রামের বাদশা হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রক্রবার মধ্যরাতে উপজেলার ধুলণ্ডি গ্রামের রঞ্জিত আচার্য্যের বাড়িতে ৫-৬ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে।
এ সময় ডাকাত দল বাড়ির লোকদের মারতে থাকলে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। গ্রামবাসী ডাকাত সদস্যদের ধাওয়া করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও মামুন হোসেনকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার পিটুনিতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ মামুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামুনের অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এটা কোনো ডাকাতির ঘটনা নয়। মামুন তার দলবল নিয়ে চুরি করতে গেলে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে মামুনের মৃত্যু হয়। এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।
তবে আরও তদন্ত করে দেখা হচ্ছে এটা ডাকাতি না চুরির ঘটনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।