এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। হতাহতরা সবাই ওই প্রাইভেটকারের আরোহী।
শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের আরসিএল মোড় এ দুর্ঘটনা ঘটে।
রাত ১২টার দিকে প্রাইভেটকারটি থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চান্দহর গ্রামের গেদা বেপারির ছেলে আলাউদ্দিন বেপারি (২৮), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার পারভেজ হোসেন (২৬) ও প্রাইভেটকার চালক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাদবপুর গ্রামের প্রয়াত কামাল হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩০)।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত মকবুল হোসেন (৩০), শাহিন (২৭), মনির (২৮) ও মামুন হোসেনকে (২৫) প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।