মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিশের যুগ্ম-সম্পাদক ও হেফাজতে ইসলামী নেতা মাওলানা ইসমাইল হোসেনকে গ্রপ্তোর করেছে সিঙ্গাইর থানা পুলিশ। গভীর রাতে উপজেলার বাস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, গতকাল গভীর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মিরান হোসেন ১০/১২ জন সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে মাওলানা ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাকে আটকের কারণ ও তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা আছে কি না জানতে চাইলে পুলিশ এ বিষয়ে কোন মন্তব্য করতে ও কাগজপত্র দেখাতে পারেনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী জানান গ্রেফতারকৃত হেফাজতে ইসলামী নেতা মাওলানা ইসমাইল হোসেন ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে বহুল আলোচিত হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনার মামলার আসামী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।