মানিকগঞ্জ-১ নির্বাচনী এলাকায় (শিবালয়, ঘিওর, দৌলতপুর) চারটি ভোটকেন্দ্রে গতকাল শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেন্দ্রগুলো হচ্ছে- ঘিওরের তরা হাইস্কুল, বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবালয়ের পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিহালপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
আগুনের ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘিওরের তরা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষের দরজা, নিহালপুর প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরের একটি বেড়া, পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বেঞ্চ ও আলমারীর কিছু অংশ পুড়ে যায়। এছাড়াও বেগুন নারচী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ দুর্বৃত্ততের সনাক্ত করে আটকের চষ্টো চালাচ্ছে। এ ঘটনায় থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।