আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রুটিকা ও কিছু অবান্তর আলোচনা , উদ্দেশ্য সময়ের অপব্যবহার !

প্রথম ব্লগ .। .। .। .। আজ শুক্রবার ।

ছুটির দিন , তবে এই শুক্রবার অবশ্যই বিশেষ এক শুক্রবার , কারণ এইবার নিষ্কণ্টক ছুটি পেয়েছি । নিষ্কণ্টক ছুটি ্‌্‌্‌্‌ আহহহহহ ্‌্‌্‌ আমার ছুটির মজা নষ্ট করতে ফ্রুটিকা আছে না !!! টিভি দেখছি আর ছোট ছোট চুমুকে ফ্রুটিকা খাচ্ছি ; হঠাৎ ্‌্‌্‌ ঃ ব্রিটিশরা জাত হারামি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত । ওদের অধীনে প্রায় দুশো বছর থেকে হারামিপনা ভালই রপ্ত করেছ তোমরা । অবশ্য এটাই তোমাদের জাতীয় বৈশিষ্ট্য , মৌলিক কোন কিছুই তোমাদের দ্বারা হয় না - না ভাল , না মন্দ । অন্যের থেকে শিখে সেটার এমন পরিবর্ধিত রূপান্তর ঘটাও যে , মৌলিক অংশের মালিকেরাও লজ্জা পেয়ে যায় যদিও তারা স্মিত হেসে তোমাদের বাহবা দেয় আর পিঠ চাপড়ে দেয় ।

দাঁতে দাঁত চেপে হিশ হিশ করে বললাম , " একটু বুঝায়ে বলবা ? " ঃ নিশ্চয় , নিশ্চয় ্‌্‌ তোমার মতো কাঁঠাল পাতা সাবাড়কারীদের জন্য এর কোন বিকল্প নাই । ঃ তার মানে কি তোমারে বানাইতে কাঁঠাল পাতা ব্যবহার করা হইছে ? ঃ খবরদার ! মুখ সামলাইয়া কথা বল ্‌্‌্‌ আমারে কি প্রান ম্যাঙ্গো জুস পাইছ যে কিনা মিষ্টি কুমড়ার রস হইতে প্রস্তুত ? ঃ কুল , কুল ্‌্‌্‌ সব ঠাণ্ডা ্‌্‌্‌্‌ কি যেন বলছিলা ? ( ঝগড়া না করাটাই উত্তম মনে হলো ) ঃ ও হ্যাঁ , হারামিপনা ্‌্‌্‌ এই এখনি যেমন হারামিপনার একটা উৎকৃষ্ট উদাহরণ দিলা তুমি । ঃ কিভাবে ? ঃ না কিছুনা ্‌্‌্‌ যা বলছিলাম - ব্রিটিশরা গণহারে উপমহাদেশের মানুষ মারতে থাকলো আর পাশাপাশি যিশুখ্রিস্টের অহিংস বাণী প্রচারে মিশনারি আমদানি করলো । যদিও তারা তোমাদের জন্য প্রশাসনিক কাঠামো গঠন করলো , কিন্তু স্বেচ্ছাচারিতা পরিত্যাগ করলো না । বিরোধীদের দমনে ব্রিটিশদের কায়দা এখনও জনপ্রিয় তোমাদের কাছে ।

কবিসাহিত্যিকেরাও ব্রিটিশদের শত্রু ছিল , তোমাদেরও তাই । শত্রু নির্ধারণ ও দমন-পীড়নে ব্রিটিশ পদ্ধতি বেশ জনপ্রিয় তোমাদের মাঝে । ব্রিটিশরা অসাম্প্রদায়িক নজরুলকে কারাদণ্ড দিয়েছিল তাঁর বিদ্রোহী সত্ত্বার কারণে , আর সাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে পুরস্কৃত করেছিল নাইট উপাধির মাধ্যমে তাঁর তাবেদারসুলভ আচরনের কারণে । ব্রিটিশরা চলে গেছে , কিন্তু তোমাদের ঔপনিবেশিক মন স্বাধীন হয়নি । অসাম্প্রদায়িক ও বিপ্লবী হয়েও নজরুল আজও অবহেলিত , অথচ অসাম্প্রদায়িক আন্দোলনের বিপ্লবীরা সাম্প্রদায়িক রবীন্দ্রনাথের পূজারী - পুরাই ব্রিটিশ ! ব্রিটিশদের পরে এল পাকিরা , চেষ্টা করলো ভিন্ন মাত্রার সাম্প্রদায়িকতা শেখাতে ।

সেটা তারা পেরেছেও বটে - নিজ জাতি ও সম্প্রদায়ের মধ্যেই কি করে বিষাক্ত বিভাজন করতে হয় সেটা তো ওদের থেকেই শিখেছ তোমরা । পাশাপাশি ভারতীয়রা দূর হতে মন্ত্রনা দিয়ে কিছু মানুষকে শিখিয়েছে কি করে মাতৃভূমিকে ভিনদেশ ভেবে অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার পাশাপাশি নিজেদের এই নির্লজ্জ দালালীকে দেশপ্রেমের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় । জয়তু বাঙ্গাল ্‌্‌্‌ কাঙ্গাল বাঙ্গাল ্‌্‌্‌্‌ ব্রিটিশ পাকি ইন্ডিয়ান বাঙ্গাল ্‌্‌্‌্‌্‌ বাঙালি বাঙ্গাল আর হইতে পারল না ্‌্‌্‌্‌ শত মিলিয়ন টন আপচুচ তুমাগো লেইগ্যা ্‌্‌্‌ কষে বোতলের ছিপি লাগিয়ে দিলাম সাথে সাথেই ফ্রুটিকার হুঙ্কার , " ওই , খবরদার ! অর্ধেক খাইয়া রাখবি না ্‌্‌্‌ খবরদার কইলাম , খবরদার ্‌্‌্‌ " আমি বললাম , " শালা , ব্রিটিশের দেখছস কি ? " " ওই আমি তোর শালা না । আমি জুস , ফ্রুটিকা জুস । জয় জুস ফ্রুটিকা বল ্‌্‌্‌ বল , জয় জুস ্‌্‌্‌্‌ " ফ্রুটিকার এইসব চিৎকারে কান না দিয়ে ফ্রিজের পাল্লাটা বন্ধ করলাম আমি ।

এখন যদি সম্ভব হয় আজকের এই নিষ্কণ্টক ছুটি উপভোগ করা ্‌্‌্‌ আবারও টিভির সামনে এসে বসলাম ্‌্‌্‌্‌ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।