আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রুটিকা জুস ও খালেদা জিয়ার ভাষণ [এলোমেলো ভাবনা : পর্ব ৯]

গভীর কিছু শেখার আছে ....

১. সাম্প্রতিক সময়ে দেশি চ্যানেল ও রেডিওগুলোতে একটি জুসের অ্যাড বেশ নাম করেছে। ফ্রুটিকা নামের এই জুসের বেশ কিছু সিক্যুয়েল অ্যাড তৈরি হয়েছে। এগুলোর মধ্যে একটি এমন যে, "একজন রাজনৈতিক নেতা মঞ্চে ভাষণের সময় নানা ধরণের কথা বলছেন, যেগুলোর মধ্যে সত্যের ছোঁয়া আছে কিনা সন্দেহ! বক্তৃতার মাঝ পর্যায়ে সে গলা ভেজানোর জন্য ফ্রুটিকা জুস পান করে। কিন্তু এরপর দাঁড়িয়ে আবারো বক্তৃতা শুরু করলে দেখা গেলো যে তার ভেতরের সত্য কথাগুলো সব একে একে বের হয়ে আসছে। তখন উপস্থিত সকলেই আসল বিষয়টি জানতে পারেন।" ........... অ্যাডের সারাংশে বলা হয়, ফ্রুটিকা খেলে নাকি মন কখন বদলে যাবে টেরই পাওয়া যাবে না! এই অ্যাডটি দেখে অত্যন্ত গাঁজাখুঁড়ি টাইপের মনে হলেও আইডিয়াটা কিন্তু বেশ মজার ও চমৎকার! ২. আজ বিকেলে চট্টগ্রামের লালদীঘির ময়দানে বেগম খালেদা জিয়া মোটামুটি মানের একটি ভাষণ দিলেন। বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এনটিভি তার ভাষণটি সরাসরি সম্প্রচার করে। ভাষণে বেগম জিয়া অনেক কথাই বলেন। অনেক ক্ষেত্রে তার বক্তব্য দেখে কেউ কেউ মন্তব্য করছিলেন তিনি বোধহহয় সেন্সর করে কথা বলছেন! বাকি কথা আর উল্লেখ নাই-ই বা বললাম। তবে বেগম খালেদা জিয়ার ভাষণের মাঝ পর্যায়ে এক কলিগ হঠাৎ বলে উঠলেন, খালেদা জিয়া এখন ফ্রুটিকা জুস খেলে ভালো হতো! এরপর আর কোন মন্তব্য আছে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।