আমাদের কথা খুঁজে নিন

   

বিনা বিচারে ১১ বছর কারাবাস , এই রকম শত শত হারুন বিনা বিচারে কারাবাস করছে, হায়রে বিচার ব্যবস্থা।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী বিনা বিচারে ১১ বছর আটক থাকার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এক ব্যক্তি মুক্তি পেয়েছেন। মো. হারুন (২৫) নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার কারাগার থেকে বের হয়ে কারাফটকেই বড় ভাইকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট্স ফাউন্ডেশনের আইনি তৎপরতায় তিনি মুক্তি পান। গত ৫ জুন ওই মানবাধিকার সংগঠনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের একটি বেঞ্চ হারুনকে জামিনে মুক্তির আদেশ দেয়। মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবিব আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালের ৩ মার্চ পুলিশের হাত থেকে বাঁচতে কয়েকজন সন্ত্রাসী নগরীর ফয়’স লেক এলাকায় হারুনের ভাড়া বাসায় আশ্রয় নেয়।

“পুলিশ ওই সব সন্ত্রাসীদের সঙ্গে হারুনকেও তখন গ্রেপ্তার করে। হারুন পেশায় একজন দিনমজুর। তার বৃদ্ধা মা রংপুর জেলার মিঠাপুকুরের তাজপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। ” তিনি বলেন, অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আগেই কারাগার থেকে বেরিয়ে গেলেও সামর্থ্য না থাকায় সে সুযোগ পাননি হারুন। তিনি জানান, মামলার অন্য আসামিরা জামিনে মুক্ত হয়ে উচ্চ আদালতে রিট ও আপিল আবেদন করে জননিরাপত্তা বিশেষ বিধান আইনে দায়ের করা ওই মামলার ওপর স্থগিতাদেশ নিয়ে আসে।

“তাই ১০ বছর ধরে মামলার শুনানি না হওয়ায় বিনা বিচারে কারাগারে পড়ে থাকেন হারুন,” বলেন তিনি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.