আমাদের কথা খুঁজে নিন

   

বিনা চেষ্টায় লাভ !!!

# ঈশপের গল্প হতে নেয়া # একটা হরিন নিয়ে সিংহ আর ভলুকরে মধ্যে এমন লড়াই লেগে গেল যে দুই জনই রিতিমত যখম হয়ে পড়ল, নড়বার শক্তিও নেই কারোরই, কেবারে মৃতপ্রায় । এক শেয়াল ঐ পথে যেতে যেতে দুই মহাবীরের ঐ অবস্থা দেখে এবং তাদের মাঝখানে একটা হরিন পড়ে থাকতে দেখে সে সেটা কামড়ে ধরে হাটা দিল । উথ্থানশক্তি রহিত সিংহ আর ভলুক তখন নিজেদের মধ্য বলাবলি করতে লাগলো-ভ্যাগ্য আর কাক বলে, হরিনটার জন্য লড়াই করলাম আমরা, আর কিছু না করে সেটা পেয়ে গেল একটা শেয়াল !! উপদেশ : নিজেদের পরিশ্রমলব্ধ ধন যখন নিজেদের কাজে না এসে নিষ্কর্মা অপররে কাজে লেগে যায় তখন সেটা দু‍‍‍:খের কারন হয়ে দাড়ায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.