আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের খবর:

ইয়েমেনের আজজান ও জার শহরে মার্কিন ড্রোন হামলায়, অন্ততঃ ৩০ আল কায়েদা সদস্য নিহত হয়েছে। এসময় আল কায়েদা সদস্যরা বৈঠক করেছিল। এদিকে, আর আবিয়ান প্রদেশের জিঞ্জিবার ও জার শহরের পুনর্দখল নিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনী। সেখানে আল কায়েদার সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে। ঐতিহাসিক ইউরোপ সফরে গেছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।

সফরে নরওয়ে, আয়ারল্যান্ড, ব্রিটেন এবং ফ্রান্সে যাবেন তিনি। ১৬ জুলাই নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরষ্কার নেবেন এবং ভাষণ রাখবেন সু চি। মিয়ানমারে শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ঊনিশ শ’ একানব্বই সালে তাঁকে এ সম্মাননা দেয় নোবেল কমিটি। সফরে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও সম্মেলন ও ব্রিটিশ পার্লামেন্টেও ভাষণ দেবেন। এছাড়া, ডাবলিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার পুরষ্কার নেবেন।

গেল ২৪ বছরের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গেল মে’তে থাইল্যান্ড যান তিনি। ১৯৮৮ সালে শেষবার বিদেশ ভ্রমণ করেন সু চি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৯ জুলাই। মূখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবার একদিন পর মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করেন ভীরাভলি সুন্দরম সম্পথ।

তারিখ ঘোষণার পর প্রতিভা পাতিলের উত্তরসূরী নির্বাচনে তৎপরতা জোরালো করেছে ক্ষমতাসীন ইউপিএ জোট। রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম মূলত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস শিবির। শেষ মুহুর্তে বড় কোন রদবদল না হলে ইউপিএ’র থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। যদিও নাম ঘোষণা আটকে আছে ইউপিএ’র দ্বিতীয় বৃহৎ শরিক তৃণমূল কংগ্রেসের সম্মতি না মেলায়। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাগে আনতে বৈঠকে করেছে ইউপিএ জোট ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

বৈঠক থেকেই চূড়ান্ত হবে কে হবে প্রার্থী। সিরিয়া এখন গৃহযুদ্ধের দেশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শান্তিরক্ষী দলের প্রধান হার্ভ লাদসুউ। মঙ্গলবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে হার্ভ জানান, এরইমধ্যে সরকার দেশটির বিভিন্ন শহরের ব্যাপক অংশের নিয়ন্ত্রণ সরকার হারিয়ে ফেলেছে। সেইসঙ্গে সরকারি বাহিনী ভারি অস্ত্র, ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে হামলা চালিয়ে দেশজুড়ে সহিংসতার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সোমবার হাফা শহরের ঢোকার মুখে জাতিসংঘ পর্যবেক্ষক দলের ওপর হেলিকপ্টার হামলায় সিরিয় সরকারকে সাহায্যের অভিযোগ সরাসরি রাশিয়ার দিকে তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সিরিয়া পরিস্থিতিকে এই প্রথম গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করলেন জাতিসংঘের উচ্চপর্যায়ের কোন কর্মকর্তা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.