যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। কর্মক্ষেত্রের বছদের ৩টি স্বভাব-
(১) কর্মীমাত্রকেই ফাঁকিবাজ বোলে ধরে নেয়া। আর তাই-
(২) কর্মীর কাজের মিথ্যা সমালোচনা ও নিন্দা (মানসিক চাপ সৃষ্টি কোরে কর্মীর কর্মতত্পরতা বৃদ্ধিকল্পে)। কিন্তু কর্মী চালাক চতুর হোলে ও এ অপকৌশল বুঝে ফেললে-
(৩) কর্মীর কাজের মিথ্যা প্রশংসা (ভুলিয়ে ভালিয়ে কর্মীকে গাধাখাটুনিতে রাজি করানোর মতলবে)।
স্বভাবগতভাবে আমি ফাঁকিবাজ না।
কারণ আমি বিশ্বাস কড়ি কর্তব্যে ফাঁকি মারা উপার্জনকে অবৈধ কোরে দেয়।
তথাপি, বছরা তাদের স্বভাব অনুযায়ী আমায়ও ফাঁকিবাজ বোলেই ধরে নেয়। আমি কিছু মনে কড়ি না। অতঃপর বছরা মিথ্যা সমালোচনায় চাপসৃষ্টির ট্রায়াল নেয়, কাজ হয় না, বছরা কিঞ্চিত্ অবাক হোলেও হতবাক হয় না। কিন্তু যখন চূড়ান্ত অস্ত্র- গদগদ প্রশংসায়ও থাকি নির্লিপ্ত, মম কর্মতত্পরতা থাকে অপরিবর্তিত, তখন বছরা সত্যিই ভড়কে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।