আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট বসের মুখের কথা আর মনের কথা

বুকের ভেতর বহুদূরের পথ.........

কর্পোরেট ওয়াল্র্ডে অনেক কথাই বলা হয় (মুখে অথবা মেইলে) যা আসলে মনের কথা নয় বরং নিতান্তই কথার কথা। এ জাতীয় কথা বেশীর ভাগ সময় বসের কাছ থেকেই শোনা যায়। কিছু নমুনা দেখা যাক- (ইংরেজী গুলো নেট থেকে সংগৃহীত আর বাংলা আমি কিছুটা নিজের মত করে লিখেছি) বসের মুখের কথাঃ "We will do it" আসল কথাঃ বেসিকালি তোমাকেই সব কিছু করতে হবে। তুমি তো জান আমাকে কত মিটিং এ অ্যাটেন্ড করতে হয়। বসের মুখের কথাঃ "You have done a great job" আসল কথাঃ যেহেতু তোমার কাজ ভাল, কাজেই খুব শিগগিরই আরো অনেক কাজই তোমার ঘাড়ে চাপানো হবে।

বসের মুখের কথাঃ "We are working on it" আসল কথাঃ ওয়ার্কিং ফোয়ার্কিং কিছু না। কাজই শুরু হয় নাই। তবে হ্যাঁ, জিনিসটা আমাদের নলেজে আছে। বসের মুখের কথাঃ "Tomorrow first thing in the morning, we'll do it" আসল কথাঃ আগামী কাল আপনার কাজটায় হাত দেয়া হবে। তবে কালকের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।

বসের মুখের কথাঃ "After discussion we will decide - I am very open to views" আসল কথাঃ কিসের আলোচনা? স্বিদ্ধান্ত তো নেয়াই আছে। তোমাদের কি কি করতে হবে সেটা শুধু বলবো। বসের মুখের কথাঃ "There was a slight miscommunication" আসল কথাঃ আমরা আসলে মিথ্যা বলেছিলাম। এখন ধরা খেয়ে শাক দিয়ে মাছ ঢাকতে হচ্ছে। নেক্সট টাইম আরো কেয়ারফুলি মিথ্যা বলতে হবে।

বসের মুখের কথাঃ "We are on the right track but there needs to be a slight extension of the deadline" আসল কথাঃ পুরা প্রজেক্টই ভজঘট পাকাইয়া গেছে। কখন শেষ হবে এক আল্লাহ ছাড়া কেউ জানেনা। বসের মুখের কথাঃ "We had slight differences of opinion" আসল কথাঃ বোঝেনই তো, আমাদের ডিপার্টমেন্টের সবাই এক একজন পন্ডিত। কেউ কারো কথা মানতে চায়না। বহু মারামারি করে একটি ডিসিশনে পৌছানো গেছে, সেটাও কয়দিন টেকে কে জানে।

বসের মুখের কথাঃ "You should have told me earlier" আসল কথাঃ অবশ্য আগে বললেও যে খুব একটা উনিশ বিশ হইতো তা না......... বসের মুখের কথাঃ "We need to find out the real reason" আসল কথাঃ ঠিক কোন জায়গাটায় তোমার ভুল হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। বসের মুখের কথাঃ "Well... family is important, your leave is always granted. Just ensure that the work is not affected" আসল কথাঃ ছুটি মারাও? ছুটি তোমার ুটকি দিয়া...........দিমু বসের মুখের কথাঃ "We are a team" আসল কথাঃ খালি আমারে দুষলে তো হবেনা ভাইজান। আমার টিমের অন্যান্য লোকজনরেও সমান ভাবে ডলা দিতে হবে। বসের মুখের কথাঃ "That's actually a good question" আসল কথাঃ হারামজাদা এমন এক কোশ্চেন জিগাইছে যার উত্তর আমি তো দূরে থাক, আমার বাপেও জানে কিনা সন্দেহ। বসের মুখের কথাঃ "Anyway, Best of luck" আসল কথাঃ আইজকা তর খবরই আছে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.