আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
সকাল আটটায় অফিসে ঢুকেছে মফিজ। অল্প ক'টাকা বেতনের চাকুরী। সংসারে নুন আনতে পানতা ফুরায় এমন অবস্থা। ক্লান্তিহীন কাজ করেও বসের মন জোগাতে পারেনা সে। মনে অনেক দিনের ইচ্ছে, যদি বস্ হতে পারতাম! কিন্তু মফিজের চেহারা এমন যে সবাই চিনে ফেলবে।
একদিন এক বন্ধুর পরমার্শে সেলুনে গেল সে। ফিরে এলো খুশী মনে। আজ তাকে আর কেউ চিনবেনা। সবাই সালাম দিবে। খুশীতে আহ্লাদিত হয়ে সোজা অফিসে গিয়ে বসের চেয়ারে বসে পড়লো মফিজ।
কিন্তু একি মাথা নিচু করে কী ভাবছে মফিজ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।