আমাদের কথা খুঁজে নিন

   

বসের পোষা পাখি

আমি ভূবন

কখন যে উঠে রোদ ঝরে বৃষ্টি কখন যে কোন্ ঘটনা করে ইতিহাস সৃষ্টি কখন যে শাখায় শাখায় মুকুল এসে কাঁচা আমের দিন শেষ হয়ে যায় তাল পেকে পেকে আছড়ে পড়ে আঙ্গিনায় কখন যে শীত শেষে বসন্তে পাতা ঝরে দিনের পরে পাখিরা নীড়ে ফিরে কখন যে লাগে অমাবস্যা জাগে পূর্ণিমা টেরই পাইনা প্রিয়তমার প্রথম স্পর্শটুকুর অনুভূতিটাও ছিনিয়ে নিয়েছে ব্যস্ততা আর কাজ পেট আর বাঁচার ধান্দা কিছু ভিন্ন বাস্তবতা সকাল ৭টা টু সন্ধা ৭টা, এক অন্য জীবন- পরাধীনতা যেন কৃতদাস যুগের মালিকের কেনা গুলাম আর আধুনিক যুগে দালানের বদ্ধ কামরায় বসের পুষা পাখি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।