লিখতে চাই নাই কিন্তু না লেইখাও উপায় পাইতেছি না ,ঘটনার শেষ হচ্ছেই না তাই বইসা গেলাম গ্যালারিতে কেননা এইরকম অনেক ম্যাচ দেখাইছে সরকার এবং সময়মত ম্যাচ ছাইরাও পালাইছে ।
এই মুহুর্তে তারা দুইটা ম্যাচ খেলতেছে যা জাতি সত্তাকে আঘাত করে -
১. রোহিঙ্গাদের দেশে প্রবেশে অনুমতি দিচ্ছে না
২. বাংলাদেশের জাতীয় দলের নতুন পতাকা বিমুখ জার্সি প্রনয়ন
রোহিঙ্গা সম্পর্কে বলতে গেলে একটা কথায় বলব এরা না এই পারের না ওই পারের এমন এক বিভত্সত অবস্থায় তাদের জীবন আটকে গেছে। এমতবস্থায় তাদেরকে এইখানে স্থায়ীভাবে নিয়ে আসতে না পারলেও আমরা তাদেরকে অন্তত জায়গা করে দিতে পারি জীবন রক্ষার্থে । এদের পক্ষে বলার কেও নেই কেননা এদের দালাইমা নাই নাই কোনো বিশেষ ব্যক্তিত্ব যে কিনা এদের কথা বলবেন কিন্তু এদেরত নিজের দেশ আছে সে তো তার কথা বলতে পারে ? কিন্তু সে বলবে না কেননা এরা তো আমাদের দেশে টাকা পাঠায় না আমাদের দেশের জিডিপি বাড়ায় না । তাই বলে কি কি এদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই যেখানে সরকারের দায়িত্ব দেশে বিদেশে তার দেশের নাগরিককে সহায়তা দান করা এবং ভুলে গেলে চলবে না এদের কাছে এখনো বাংলাদেশের পাসপোর্ট আছে ।
সুতরাং স্পষ্ঠই এটি সংবিধান লঙ্ঘন ও সাধীনতার পরিপন্থী ।
সবুজ আমার দেশের পতাকা এবং আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ওই রঙের জার্সিটি যদিও আমাদের দেশের জার্সিটি কোনো সময়ই আমার পছন্দ ছিল না আমি বরাবরই চাইতাম এটি আরো আকর্ষনীয় করা হোক । কিন্তু হয় আল্লাহ একই হলো এটিকে বানানো হলো এমন একদেশের জার্সির অনুরূপ যেই দেশের জার্সি আমার দেশের জার্সির চেয়েও খারাপ ছিল দেখতে । যাই হোক এইটা ছিল দেখার কথা আসুন এর লুকায়িত সত্যিটি দেখি স্পন্সর সাহারা গ্রুপ ইচ্ছেকৃত ভাবেই আমাদের এই জার্সির রং নিল করেছে যেখানে এই রঙের সাথে আমাদের দূর দুরান্তেও কোনো সম্পর্ক নেই বরণ এটি কিছুটা ভারত জাতীয় দোল এবং তার আই পি এল দল পুনে ওযারীয়র্স এর সাথেই বেশির ভাগ মিল লক্ষ্য করা যায় । যারা মোটামুটি ক্রিচ্কেত খেলা দেখেন তারা একমত হবেন আমাদের রঙের সাথে সবচেয়ে বেশি মিলে অস্ত্রেলিয়ার ওয়ানদের জার্সি যা কিনা করা রঙের সবুজ ।
সুতরাং আমরাতো সেটার দিকে ঝুকতে পারতাম যদি ইচ্ছেটা নেক হত ।
যাই হোক ইচ্ছেটা নেক না বোঝা যায় এবং এটি নিস্যন্দেহেই আমাদের সাধীনতার উপর একটি হামলা ।
সবার উদ্ধেস্সে আমার আকুল আবেদন কেও গ্যালারী ছাড়বেন না এই সাধিনতাবিরোধী খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত , আমাদের ক্রিকেটার ভাইরা এবং ওই পরের আমার দেশের ভাই এবং ধর্মের ভাইরা আজ বিপন্ন এদেরকে বাচাতে এগিয়ে আসুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।