অচেনা পথে হাটতে চাই অনেক দুর
বাল্যবেলা হইতে আমার ক্রিকেটের প্রতি বিশেষ আকর্ষন ছিল। সেই কারনেই স্কুল, কলেজ, কলাবাগান ক্রিকেট কাব, ইউনিভর্াসিটিতে অনেক ক্রিকেট খেলেছি, আর সামান্য যা অভিজ্ঞতা রয়েছে তার থেকে বলছি এটা একেবারেই বেইমানী হয়েছে আমাদের সাথে। কারন হিসেবে আমি বলবো আমাদের দলের মনোবল ভেঙ্গে দেয়া হয়েছে। গ্যালারিতে সুন্দরী অর্ধনগ্ন দর্শক থাকলে মনোবল এমনিতেই যে কারো ভেঙ্গে যাবে, আসলে এদের কে রাখাই হয়েছিল দৃষ্টি বিভ্রাট করার জন্য, যেন আমাদের টাইগাররা তাদের আসল রুপ না দেখাতে পারে। এটা ষড়যন্ত্র হইছে আমাগো লগে।
আমি মানুম না। টিভিতে খেলা দেখতেছিলাম সবার লগে, আর শালা ক্যামেরা ম্যান কিছুন পর পরই এই সব আজেবাজে পোশাক পরিহিত দর্শক কে দেখাচ্ছিল। বলেন ত এভাবে কি খেলা দেখা যায় শান্তিতে। বার বারই চ্যানেল টিপন লাগতাছিল। আর এরকম দর্শক থাকলে ত চক্ষুওখানেই যাবে, সিম্পল।
আমার ত কোচের বউের দিকে চক্ষু চইলা যাইত। এগুলা আমাগো লগে বেইমানী হইছে। ক্রিকেট বোর্ডের ওই বদমাইশ গুলারে একটা ডলা দেয়া লাগবে। ভাইসব রেডি থাকেন।
আসলে বাশারের কোন দোষ নাই, উনি ওনার বিবাহ জীবনে সুখী নন।
তিন বাচ্ছার বাপ হবার পর উপলব্ধি করলেন,আসলে তিনি আগের বউের সাথে সুখী না। তাই তিনি ওই গ্যালারির কোন মেয়ের প্রেমে পড়েছেন। আর ফল হল মেয়েটিকে একনজর দেখতে গিয়েই ঘটালেন একটি অঘটন। আসলে শাহরিয়ার ছেলেটি খুব বদ একটু সিগন্যাল দিলে পারত, বস এখন দেইখেন না আউট হইয়া যাইতে পারেন। আমরা দোয়া করি বাশার সাহেব পরবর্তী বিয়েতে সফল হন, এবং আমাদের আল্লাহ ওয়াস্তে মাফ করবেন।
আসলে ইংল্যান্ডে দালাল গুলা এই কাজ করছে গ্যালারিতে অর্ধনগ্ন হইয়া আমাগো ইয়ং পোলাগুলার মাথা খারাপ কইরা দিছে। না হইলে আইজ আমাগো বাঙ্গালীরা খেলা দেখাইয়া দিত একচোট।
একটু সিরিয়াস কথা বলি: হঠাৎ করে গোল্লা কে বাদ দিয়ে নাফিসকে নেবার মানে কি? তাহলে কি ধরে নেব নাফিসের বাপের বা মামার জোরে সে যা ইচ্ছা তা করছে, যখন খুশি দলে আসতে পারছে। ভাবুন বাঙ্গালী ভাবুন, এর একটা বিহিত করুন।
বোলিং পিচ হইছে দেইখা ক্যাচ প্রেকটিস করাইতে হইবো এমন কি কথা।
সবাই দেখলাম আইলো আর গেল, মনে হয় সবাই মজা করতাছে। যাই হোক আজ আমার নাক মুখ কান সব কাইটা গেল আমার ইংলিশ দোস্তগো সামনে। হে আল্লা আমারে তুমি একটা গর্তে ডুকাইয়া দেও। আমি মুখ দেখামু কেমনে? যাইগা গিয়া একটু শোক কইরা আসি। মানে আস্তে আস্তে ঘুমের প্রস্তুতি নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।