আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের ভিতরেই মানবতা, রোহিঙ্গাদের আশ্র‌য় দিন..

ধরি কিছুক্ষন আগে বাংলাদেশে ১৬ কোটিতম শিশুটি জন্মগ্রহন করল। তাহলে আমি এই ১৬ কোটি জনের একজন। অংশিদারিত্ব ১৬ কোটি ভাগের এক ভাগ। অনেক কম ! কিন্তু এটাই আমার সবকিছু। অনেক কমই আমার কাছে অনেক কিছু। এই ১৬ কোটি ভাগের এক ভাগ প্রতিনিধিত্বের অধীকার থেকে আমি বলছি, মানবতা আমার কাছে সবচাইতে বড় আদর্শ। একটি ডুবন্ত কুকুর ও যদি ভাসতে ভাসতে তিরের কাছে আসে, তাকে বাঁচাতেও আমি আমার হাত বাড়িয়ে দেব, তাহলে মানুষকে বাঁচাতে কেন নয় ? যে অসহায় রোহিঙ্গা শিশুগুলো নির্মম বাস্তবতার ভেলায় ভাসতে ভাসতে আমার বিবেকের দারে এসে হাত বড়িয়ে দিয়েছে, তারা বোঝে না দেশের সিমানা, তারা জানে না ধর্মের গভিরতা। তারা শুধু স্বপ্ন দেকতে ভালবাসে।তাদের সেই বাড়িয়ে দেয়া হাত আমরা কোন মানবিকতায় ফিরিয়ে দিব ? Please, Please রোহিঙ্গাদের আশ্র‌য় দিন....... বাকি ১৫ কোটি ৯৯ লক্ষ ৯৯হাজার ৯ শত ৯৯ বিবেকের কাছে আমার এই মানবিক দাবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.