সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! বাংলাদেশের বাজারে যে হাতে গোনা কয়েকটা মাউনটেন বাইক পাওয়া যায়,মেরিডা ওয়ারিয়র ৫৫০/৫৬০ তাদের মাঝে অন্যতম।
২২/২৩ হাজার টাকা দিয়ে আপনি যদি এটা কিনেন, জোর দিয়ে বলছি ,আপনার পয়সা উসুল হবেই হবে!
৫৫০ এবং ৫৬০ এর মধ্যে পার্থক্যঃ
৫৫০ সিরিজ বাংলাদেশে প্রথমে আসে। এর কিছু দিন পর আসে ৫৬০ সিরিজ। এই দুই সিরিজের মধ্যে component এর দিক থেকে তেমন কোন পার্থক্য নাই। আউটলুকের সামান্য কিছু পার্থক্য আছে অবশ্য যেমন saddle আর paddle এ পার্থক্য, ফ্রেমের মধ্যে মেরিডার লোগোর পার্থক্য।
এই রিভিউ ৫৫০ এবং ৫৬০ উভয় সিরিজের এর জন্য প্রযোজ্য।
কিছু স্পেফিফিকেশনঃ
# ফুল alloy ফ্রেম।
# v ব্রেক
# সামনের ফর্ক suntour এর।
#গিয়ার সিফটার shimano TX Dera
# ২১ স্পিড
# টায়ার cst এর।
# নেট ওজন প্রায় ১৫ কেজি
ভালো দিকঃ
# ২২/২৩ হাজার টাকার বাইক, বুঝতেই পারছেন এটা খুবিই এনট্রি লেভেলের একটা বাইক।
তবে পারফর্মেন্সের দিক থেকে কোন অংশেই খারাপ না ।
# গিয়ার সিফটার সিমানোর, গিয়ার চেঞ্জ খুব সহজেই করা যায়।
# ঠিক ফ্রেম সাইজ অনুসারে কিনতে পারলে আর নিয়মিত মেইনটেইনেন্স করতে পারলে আগামী দশ/পনের বছর এই বাইক আপনার সাইক্লিংকে উপভোগ্য করবে কোন সন্দেহ নাই।
খারাপ দিকঃ
# মেরিডার এই সিরিজের একটা কমন প্রব্লেম হল, সাসপেনসন কাজ না করা। এবং এই ব্যাপারটা হয় সাধারনত কাদা বা বৃষ্টিতে
ভিজার পর।
fork এর মধ্যে পানি ঢুকে যায়,তাই এরকমটা হয়। তবে এই প্রব্লেমটার একটা সমধান হইত খুব তারাতারিই পাওয়া যাবে ক্যাফেসাইক্লিস্টস টিম এর কাছ থেকে!
# ডিফল্ট পেডেলটা অনেক ধারালো, জুতার তলা অনেক বেশি গ্রিপ করে। অফরোডে কিংবা লং রাইডে পায়ের তলা পেইন হয়। wellgo এর পেডেল এক্ষেত্রে ভালো সমাধান।
# লং রাইডে Saddle এর জন্য একটু সমস্যা হতে পারে।
DDK এর saddle এক্ষেত্রে ভাল অপশন।
# আপনি যদি মেরিডার মূল সাইটে গিয়ে এই বাইকটার খোঁজ করেন , মন খারাপ হতে পারে না খুঁজে পেয়ে। আসলে বাংলাদেশে এই সিরিজের বাইকগুলো সব আসে চায়না থেকে। মূলত চায়নার লোকাল মার্কেটকে টার্গেট করে এগুলো বানানো। তবে ২২/২৩ হাজার টাকার হিসাবে এটা অতি অতি দুর্দান্ত!
সামারিঃ
২০-২৫ হাজার বাজেটে এর থেকে আর ভালো বাইক হতে পারে না।
রিকমেনডেড।
বাইক বিষয়ক আমার আগের আরো পোস্টঃ
সাইকেলের গল্প..... (সাবেক ও বর্তমান সাইকেল পাগলদের জন্য )
“বিডি সাইক্লিস্টস”, দেশের সব থেকে বড় সাইক্লিং কমিউনিটি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।