আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আনু মুহাম্মদ স্যার সরকার জনগণের কাছ থেকে যা চেয়েছে তা দিতে তারা কখনও আপত্তি করেনি। কিন্তু জনগণের পাওনা পরিশোধ করেনি কোনো সরকারই। বাংলাদেশের মানুষ সরকারকে যে কর শুল্ক দেয় তা গত ৪ বছরে দ্বিগুণ হয়েছে। এই বছর আরও ২০ হাজার কোটি টাকা জনগণের ওপর ধায হয়েছে। কিন্তু যাদের হাতে বেশি টাকা, লুটের সম্পদ তারা কর দেয় তুলনায় খুবই কম; আর যাদের সীমিত ও কম আয় তারা তুলনায় দেয় অনেক অনেক বেশি। সরকারকে বছরে লক্ষ কোটি দিয়ে তার বদলে সংখ্যাগরিষ্ঠ মানুষের তো কিছু পাবার কথা। সেগুলো কী? শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, নিরাপত্তা সহ মানুষ হিসেবে বেচে থাকার পরিবেশ। কিন্তু যদি শিক্ষা চিকিৎসা কিনেই নিতে হয়, যদি ঘরে বাইরে কোন নিরাপত্তাই না থাকে, যদি বিদ্যুৎ ও জ্বালানী দুষ্প্রাপ্য হতেই থাকে, যদি চারপাশ দখল করতে থাকে কর না দেওয়া ক্ষমতাবানরা, তাহলে মানুষ কেনো কর শুল্ক দিতেই থাকবে?...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।