শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম মিয়া বলেছেন, জয়ের বক্তব্যে তার রাজনৈতিক ‘অপরিপক্কতা ও অদূরদর্শিতা’ প্রমাণিত হয়েছে।
জামায়াতের নিবন্ধন বাতিল করে আদালতের রায়ে পাকিস্তান জামায়াতের বিক্ষোভের প্রসঙ্গ ধরে জয় তার ফেইসবুক পাতায় লেখেন- “এতে প্রমাণিত হয় জামায়াত বাংলাদেশি নয়, এটি একটি পাকিস্তানি দল।”
এর জবাবে রফিকুল বলেন, “ভারতের ‘কংগ্রেস সরকার’ ও ‘কংগ্রেস’ দলটি সব সময়ই আওয়ামী লীগের পক্ষে কথা বলে থাকে। তাই বলে কি আওয়ামী লীগ ভারতের দল হয়ে গেছে? আওয়ামী লীগ যদি ভারতের দল না হয়, তাহলে জামায়াত কেন পাকিস্তানের দল হবে?”
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়ের ভারতে অবস্থানের কথাও উল্লেখ করেন জামায়াত নেতা।
বিবৃতিতে রফিকুল তার দলের আটক নেতাদের মুক্তি দাবি করেন। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তির পরপরই জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ১৯ জন নেতাকর্মীকে আটকের নিন্দা জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।