আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সবার প্রিয় সদা হাস্যময় Dost Mohammad Khan (সবুজ ভাই) আর নাই

সবুজ ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় Visit Bangladesh (বেড়াই বাংলাদেশ) এর হাতির ঝিল ইভেন্টে। ব্যক্তিগত ভাবে তিনি একজন ভ্রমন প্রিয় মানুষ ছিলেন। তাই উনার সাথে ভ্রমণ নিয়ে হালকা কথা বললাম। তারপর কখনো তার সাথে তেমন আলাপ হয় নাই। গত কয়েকদিন আগে একটা সাইকেল কেনার ব্যপারে উনার সাথে ফেইসবুকে প্রথম চ্যাট হয়।

প্রথম চ্যাট হওয়া সত্বেও উনি আমার সাথে এমন আচরণ করলেন যেন উনি আমাক অনেক দিন ধরে চিনেন। সমস্যা সমাধান হবার পর উনার কাছে যখন বিদায় নিলাম তখন তিনি একটা কথায় বলেছিলেন "keep in touch". আমিও চেয়েছিলাম নতুন সাইকেল কিনে উনার সাথে একটা টুরে যাবো। কিন্তু আমাকে উনার কাছাকাছি থাকতে বলে উনি অনেক দূরে চলে গেলেন। আজ সন্ধ্যায় রাঙ্গামাটি কাপ্তাই সড়কের মিলনছড়ি নামক জায়গায় একটি ব্রিজের রেলিং বসে তিনি গল্প করছিলেন। সাড়ে ৭ টার দিকে তিনি পা পিছলে নীচের নদীতে পরে যান।

সবাই ওনাকে তীরে তোলে। এরপর রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। কেউ হয়তো ঠিক বলেছিল যে, ভালো মানুষ দুনিয়াতে খুব বেশি দিন থাকে না। আল্লাহর কাছে একটাই দোয়া, তিনি যেন সবুজ ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন| আমিন.। .।

.। .। .। .। ।

। বলেছেন Raiyan Prisoner বলেছেন নাজমুল হুদা চৌধুরী বাবু ঃ মাত্র ২ দিনের পরিচয় জায়গা করা নিয়েছিলেন অন্তরে, কথা ছিলো ১৯ তারিখে এক সাথে লং রাইডে জাব, হায়! ফাঁকি দিয়ে চলে গেলো দূর অজানাতে, আমাদেরকে কাঁদিয়ে, আল্লাহ্‌ সবুজ ভাই কে শান্তিতে রাখুন, আমিন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.