আমি একটা পাগল পাকিস্তান সরকার দাবি মেনে নেয়নি- বিধায়, যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ সরকার দাবি মেনে নেচ্ছে না- বিধায়, আবার কি যুদ্ধ হবে ?? জনগণ কিন্তু ঠিকই খুব কষ্টে আছি ভাই হারাচ্ছি বোন হারাচ্ছি স্বজন হারাচ্ছি সময়, সম্পদ সব হারাচ্ছি পূর্বেও হারিয়েছে আজও হারাচ্ছে কত যে পিছিয়ে আছি তবুও এই দেশেই আছি মিছে মিছি বেঁচে আছি আবার যদি যুদ্ধ হয় কে হবে রাজাকার কে হবে মুক্তিযোদ্ধা সবাই তো আমরাই শুধু গণনায় বাড়ছি সব পক্ষের মন্ধ কাজে ভোগিছি ভালো কাজে ভালোই পিয়েছি কিন্তু অতি কম শিখেছি তাই খুব ভুখছি আচ্ছা, যদি পক্ষ নেই তবে কোন পক্ষ নেবো তাহলে তো অন্য পক্ষের শত্রু হবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।