আউলা মাথার বাউলা পোলা। জীবনেও বাংলা সিনেমা দেখেনি এমন পাবলিক এই দেশে নাই। আর বাংলা সিনেমার মত এত নির্মল বিনোদন আর কোন প্রোগ্রাম দেখে পাওয়া সম্ভব না। থ্রি স্টুজেস, চার্লি চ্যাপলিন ও ফেল। আসেন দেখি এই নির্মল বিনোদনের সাথে বাস্তবের সম্পর্ক কতটুকু।
১। বাংলা সিনেমায় বয়সে ছোট থেকে বড় হওয়া খুবই সহজ। খেলতে খেলতে বা দৌড়াতে দৌড়াতেই ধুম করে বড় হওয়া যায়।
আর বাস্তবে বড় হতে হলে কারও ২০ বছর, কারও ১৮ বছর লাগে। আবার কেউবা ১৬ বছর সময় নিয়েও বড় হয়ে যায়।
২। প্রতিটা বাংলা সিনেমাতেই ছোট বাচ্চার কান্নার আওয়াজ একই হয়ে থাকে (একই রেকর্ডিং বার বার)
তবে বাস্তবে সব বাচ্চার কান্নার আওয়াজই ভিন্ন।
৩। বাংলা সিনেমায় প্রবীণ পিতা ডাইরেক্ট হার্ট এ গুলি খেলেও ডায়ালগ শেষ না করে মরেনা।
কিন্তু বাস্তব জীবনে অবস্থা কি হতে পারে তাতো সহজেই বোধগম্য।
৪। বাংলা সিনেমায় নায়ক নায়িকা পালিয়ে যেয়ে নির্জনে ইচ্ছামত বিয়ে করে ফেলতে পারে। সাক্ষী হিসাবে তারা বেছে নেয় আকাশের চন্দ্র আর তারা কে।
আর বাস্তব জীবনে এই কথা শুনলে মানুষ বলবে “শালা লুল রে লুল !!!” কারন ২ জন সাক্ষী আবশ্যক।
৫।
বাংলা সিনেমার ৪ মণি নায়িকাকে নায়ক অতি সহজেই কোলে তুলে নাচতে পারে।
কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটলে ছেলেটা মেয়েটার নিচে মাইনকার চিপায় পড়বে এইটা ২০০% সিওর।
৬। বাংলা সিনেমায় ছোটবেলার গান গেয়েও হারিয়ে যাওয়া ভাই বোন বাপ মা খুজে পাওয়া যায়।
বাস্তবের সাথে এর মিল কতটুকু আপনারাই বলেন।
৭। বাংলা সিনেমায় ম্যাক্সিমাম সময়ে ৪ মণি নায়িকার বাপ চৌধুরী সাহেব হয় বিরাট বড়লোক আর হিজরা টাইপের নায়ক হয় ফকিরের পুলা।
আমার কথা এর উল্টাটা হইলে কি দোষ? অবশ্য বাস্তবে সব রকমই দেখা যায়।
৮। বাংলা সিনেমার খুব জঘন্য একটা ব্যাপার হল এখানে একটা বিচিত্র প্রজাতি সাপ থেকে মানুষ এবং মানুষ থেকে সাপে খুব সহজেই কনভার্ট হতে পারে।
এই সিন দেখলে ডারউইনও মনে হয় অজ্ঞান হয়ে যাইত।
বাস্তবের কথা আর কি কমু? ডারুইনরে ডাকন লাগব। অবশ্য সামুতে অর অনেক চ্যালা আছে।
৯। বাংলা সিনেমার নায়িকা বিয়ের আগে যেই নায়কের পিঠের উপর পা রেখে ঘোড়ার গাড়ি থেকে মাটিতে নামে, সেই নায়িকাই আবার বিয়ের পরে নায়কের এক্কেবারে জানের জান, পরানপাখি টিয়াপাখি ইত্যাদি হয়ে যায়।
আর বাস্তবে, ঠিক এর উল্টা।
১০। বাংলা সিনেমার একটা মোস্ট পপুলার ডায়ালগ হল, “মেয়েঃ শয়তান ছাড় আমাকে, আমার দেহ পাবি তবু মন পাবিনা। “
কিন্তু বাস্তবটা ঠিক এরকম, “ ওইছব মন টন দিবার পারুম না, এক ঘন্টায় ১০০ টাকা কইরা রেট। দিবার পারলে হোটেলে চল, নাইলে ফুট।
”
উফফ মেলা লিখেছি, আর পারবনা। হাত ব্যাথা হয়ে গেছে। আপনাদের আরও কিছু মনে থাকলে কমেন্টে অ্যাড করেন। আমি পরে পোস্টে অ্যাড করে দিব। ;
--------------------------------মন্তব্য থেকে পাওয়া-----------------
সািময়া রুপন্তি বলেছেন: চৌধুরী সাহেব, ২০ বছর আগে আপনি আমার বাবাকে খুন করেছিলেন! সে খুনের প্রতিশোধ আজ আমি নিয়েই ছাড়ব!!!! (ইনশাআল্লাহ আর বললাম না!!!)
এখনতো মানুষ ২ বছর আগের কথাই ভুইলা যায় ;
বাংলা সিনেমায় লাস্ট ফাইটিং সিনে নায়ক যখন ভিলেন রে মারতে যাবে, লগে লগে পুলিশ...........
"আইন নিজের হাতে তুলে নেবেন না"
বাস্তবে, পুলিশরেই এখন বলতে হয় "আইন নিজের হাতে তুলে নেবেন না "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।