আমাদের কথা খুঁজে নিন

   

দুর্গম গীরি , কান্তার মরু , দুস্তর পারাবার , লঙ্গিতে হবে রাত্রি নিশিতে ........

হারতে শিখিনি কোনদিন । হারবও না । জাতীয় কবি কাজী নজরুলের আমি ছোটবেলা থেকে ভক্ত । আর কোন জায়গায় না হোক একটা জায়গায় উনার সাথে আমার মত এক অধমের জীবনের মিল পেতাম । সেটা হল বিদ্রোহীতা।

কেউ কেউ কাজী নজরুলের বিদ্রোহীতার সাফল্যে মনে মনে ঠেলা ধাক্কা দিয়ে নিজেও বিদ্রোহী হতে চেষ্টা করে । সফলতার শটকার্ট রাস্তা হিসেবেই এটাকে দেখে তারা । অন্য কোন দৃষ্টিতে নয় । কিন্ত আমার ব্যাপারটা সম্পূর্ন ভিন্ন । আমি কখনো অন্যায়কে মেনে নেইনি ।

যখনই দেখেছি আমি বাধনে আবদ্ধ তখনই বিদ্রোহ করে চলে এসেছি মুক্ত স্বাধীনতায় । আমাকে বেধে রাখতে পারেনি কেউ । আমার স্বপ্ন সাহিত্যিক হবার । আর যখনই এর কথা সবাইকে বললাম আজকে ৬-৭ বছর আগের কথা তখনই সবাই নিষেধ করল এই পথে না যেতে । আমি মানিনি ।

আমার পথ থেকে কেউ আমাকে সরাতে পারেনি । সবাই চেষ্টা চালিয়েছে । মা,বাবা , অন্যান্যরা । কেন জানি না তারা এসব করেছে । আমি আমার সেন্সে এটাকে খারাপ দেখিনি ।

ভাল দেখেছি । ভাল কাজ বন্ধ করে দিলে আমি বিদ্রোহী হবই । আমি আমার কাজ করে যাচ্ছি । কে তাতে বেজার হয়ে গেল কে আমার পথে বাধা হল সেটা আর ফিরে দেখেনি কখনোই । আর কখনোই পিছনে ফিরে দেখিনি ।

মা , বাবা দুজনের সাথেই এখন আমার বেশি একটা দেখা সাক্ষাৎ হয় না । তারা দুজনেই দুরে থাকেন । আমি থাকি আমার জায়গায় । জানি না আমাকে আরও কত --- কত সময় এভাবে লড়াই চালাতে হবে । এই একদিকে আমি নজরুলের সাথে আমার মিল পাই ।

এজন্যই আমি উনাকে এত পছন্দ করি । কবিতায় তিনি আমার আদর্শ । আমি যখন কবিতা লেখি তখন উনার কথা অনেক মনে হয় । আমার পথ দুর্গম । ঠিক উনার কবিতার মতই ।

আমি দুর্গম গিরি ,কান্তার মরু , দুস্তর পারাবার পার হবার জন্য সব সময়ই প্রস্তুত আছি । স্মরনে রেখেছি কাজী নজরুলের উপদেশ । যিনি যেন সর্তকতার ভাষাই বলেছিলেন - দুর্গম গীরি , কান্তার মরু , দুস্তর পারাবার , লঙ্গিতে হবে রাত্রি নিশিতে , যাত্রিরা হুশিয়ার । আমার জন্য খুশীর খবর - এই লেখাটি কয়েকদিন আগের । গতকাল আম্মু ফোন করেছিলেন ।

বলেছেন আমার লেখা-লেখি তিনি মেনে নিয়েছেন । ৫ বছর পরে তিনি মেনে নিলেন । তাই লেখাটি ব্লগে দিলাম । যেন সবাই বুঝতে পারেন লেখা-লেখি করতে গিয়ে আমাকে কতটা লড়াই করতে হয়েছে । এখনো হচ্ছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.