আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়ির - দীঘিনালার দুর্গম এক গ্রামে কয়লার সন্ধান পাওয়া গেছে

Never Ever Give Up..... Revenge is Sweet........

দীঘিনালার দুর্গম গ্রামে কয়লার সন্ধান! দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিখাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এক গ্রামে কয়লার সন্ধান পাওয়া গেছে। এক কৃষক পাহাড়ের পাদদেশে আবাদি জমি তৈরি করতে গিয়ে কয়লার সন্ধান পান। প্রশাসন বিষয়টি জানার পর কয়লা খনির সম্ভাব্যতা যাচাই করতে সেখান থেকে কয়লা সংগ্রহ করে এনেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত কয়লা জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর খনির সম্ভাব্যতা ও উত্তোলনের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

দীঘিনালা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে দুর্গম গ্রাম ইরানছড়ি। মেরুং ইউনিয়নের ২৮ নম্বর রেংকার্য্যা মৌজার অন্তর্ভুক্ত গ্রামটি। কৃষক মোমিন ও কুদ্দুছ দুই ভাই। তিন বছর আগে পাহাড়ের পাদদেশে আবাদি জমি তৈরি করতে গিয়ে কয়লার সন্ধান পান তাঁরা। কিন্তু জমি হারানোর ভয় এবং ঝামেলা এড়াতে এতদিন বিষয়টি গোপন রাখলেও কিছুদিন আগে তা জানাজানি হয়।

কুদ্দুছ আলী জানান, প্রায় ৪০ শতক আবাদি জমির তিন পাশেই পাহাড়। সে জমির চারপাশে যেকোনো জায়গায় কোদাল মারলেই কয়লা উঠে আসে। পরে জমির পাশের পাহাড় কেটে দেখি পাহাড়ের ভেতর থেকেও কয়লা বের হয়। প্রথমে তাঁরা কয়লা আগুনে পুড়িয়ে নিশ্চিত হয়েছেন। কিন্তু জমি হারানোর ভয়ে বিষয়টি এতদিন তাঁরা গোপন রাখেন।

জমি চাষ করার সময় মাটির নিচ থেকে উঠে আসা বিশাল বিশাল কয়লার খণ্ড তাঁরা মাটি দিয়ে ঢেকে রাখতেন। সম্প্রতি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে জানালে তিনি মঙ্গলবার সরেজমিন সেখানে গিয়ে কয়লা সংগ্রহ করে আনেন। ইউএনও জানান, ধারণা করা হচ্ছে কয়লার মান খুব ভালো তবে খনির সম্ভাব্যতা এবং উত্তোলনের বিষয়টি পরীক্ষার পর নিশ্চিত করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরীক্ষা করে পাঠানোর জন্য প্রায় ৩০ কেজি কয়লা আনা হয়েছে। সংগৃহীত কয়লা জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্র: কালের কন্ঠ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.