আমাদের কথা খুঁজে নিন

   

একটা আগুন গান শুনেন: দুর্গম গিরি কান্তার-মরু [আর্টসেল]

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

নজরুলের গান আর্টসেলের লিংকনের কন্ঠে। গলায় প্রচন্ড জোর, কাজেই শক্তিশালী একটা গান। রক্তগরম করা গান। এমন গান এমন গলায়ই মানায়।

যারা রক গান শোনেন না, বা পছন্দ করেন না, তাদের কাছে অনুরোধ এই গানটা শুনে দেখেন। শুধু শুধু আগে পরে অনর্থক সংগীতায়োজ করে, রিমিক্সের নামে গানকে ধর্ষণ করার কোন মানে নাই। তারচেয়ে এই বরং ভালো। দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্ এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরন কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নয়, ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান।

আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। । ডাউনলোড লিংকু আর, কেউ মূল কবিতা শুনতে চাইলে নজরুলের ছেলের কন্ঠে পুরো কবিতা আবৃত্তি ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.