আমাদের কথা খুঁজে নিন

   

অতিরিক্ত কিছুই ভাল না

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি সত্যিকার অর্থে আজকে প্রবল প্রতিক্রিয়াশীল নাস্তিক এবং উগ্র ধর্মবাদী দুই গোষ্ঠীই সমাজের জন্য আতংকের বিষয় হিসেবে দেখা দিয়েছে। আজকে নাস্তিকরা বিভিন্ন ধর্মীয় ব্যাপারে অসম্মানজনক কথা বলে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে। কারনে অকারনে ধর্মের বিপক্ষে গিয়ে নিজেদের ধর্ম শত্রু হিসেবে তুলে ধরেছে এবং যার কারনে সমাজে অনেক অসান্তির পুর্ভাবাস দেখা দিচ্ছে যা সত্যিই আশংকার ব্যাপার। আমার বাক্তিগত মতামত হচ্ছে নাস্তিকতা কোন প্রচারের বিষয় নয় এটা মানুষের বাক্তিগত একটা মত শুধু। তাই কোন ভাবেই নাস্তিকতা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।

কথিত নামধারী ধর্মীয় পণ্ডিত সমাজের ১ নম্বর ব্যাধি। সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থার কারনে আজকে বেশীরভাগ লোকই ধর্মীয় ব্যাপারে অজ্ঞ। সাধারন ধর্মপ্রান মানুষকে তাই তারা সহজেই বিপথগামি করতে পারে। আজকে উগ্র ধর্মীয়বাদী মানুষ ভুলে যায় নিজের ধর্মের মূল মন্ত্রের কথা। সব ধর্মতেই শান্তির কথা স্পষ্টত লক্ষণীয়।

কিন্তু এত আস্তিক থাকা শত্তেও পৃথিবীতে আজ চরম অশান্তি । এর কারন হল আমাদের ধর্মীয় ব্যাপারে অজ্ঞতা। তাই ধার্মিক লোকদের এখনি ধর্মীয় ব্যাপারে জ্ঞান বৃদ্ধি করতে হবে। প্রবল প্রতিক্রিয়াশীল নাস্তিকরা বিভিন্ন বিতর্কিত কথা বলে ধর্মপ্রান মানুষদের কষ্ট দেয়। সেই নাস্তিক যখন ধর্মীয় ব্যাপারের কোন জাতীয় ইস্যুতে কথা বলে তখন সেই ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াতে খুব বেশি কষ্ট হয় না ধর্ম ব্যাবসায়িদের।

তখন বিভিন্ন ইস্যুর ব্যাপারে মানুষ সেনসিটিভ হয়ে যায়। যেমন সংবিধানের বিসমিল্লাহ লেখা। তাই নাস্তিকদের কোন মতেই একটা নির্দিষ্ট গোষ্ঠীর সমালোচনা করা উচিত না। তাদের এই কথা বোঝা উচিত ভুল মানুষই করে, ধর্ম মানুষকে ভুল করতে বলে না। তাই সকল প্রতিক্রিয়াশীল নাস্তিক দের প্রতি আমার উদাত্ত আহবান বাক্তিগত ভুলের কারনে কেউ ধর্ম নিয়ে টানাটানি কইরেন না।

আজকের সমাজে যে দিন দিন নাস্তিক এর সংখ্যা বাড়ছে এর প্রধান কারন আমাদের ধর্মীয় ব্যাপারে অবহেলা। আজকে যারা নাস্তিকতার দিকে পা বারাচ্ছে তার জন্য দায়ী আমাদের মত নামধারী ধার্মিক লোক। আজকে আমরা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের লোক হওয়া সত্ত্বেও আমদের কর্মকাণ্ডে তার কোন ছাপ থাকে না ফলে সংশয়বাদীরা নাস্তিকতার দিকে পা বাড়ায়। আমাদের ধর্মীয় ব্যাপারে জ্ঞান বাড়াতে হবে যাতে কোন ভণ্ডই আমাদের দিকভ্রান্ত করতে না পারে। পরিশেষে বলবো প্রবল প্রতিক্রিয়াশীল নাস্তিক এবং উগ্র ধর্মবাদী দুই জনকেই বলছি আপনারা যদি দেশকে ভালবাসেন, নিজের ধর্মীয় মনোভাবকে অপরের মাঝে ছড়াতে চান তবে আপনারা সহিষ্ণু হন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.