" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় " বেশ কিছু স্ট্যাটাস দেখলাম যার মধ্যে বলতে হয় এই স্ট্যাটাসটা বেষ্ট তার , অসাধারন লিখেন , যেভাবে দেশী মেয়েরা এভারেস্ট এ উঠা শুরু করসে আমার মনে হয় দুইদিন পর এরা শুধু সুন্দরী হওয়ার জন্য না চমৎকার লিখার জন্য ও ব্লগ আর ফেসবুক স্টার হয়ে যাবে তিনি হচ্ছেন আমাদের মিমি নাজমা আপু। " মিডিয়া !! আমাদের দেশ কে এখন পর্যন্ত পরিকল্পিত ভাবে উন্নয়নশীল দেশ বলা যায় উন্নয়নের একটা নির্দিষ্ট জায়গায় আঠা দিয়া আটকাই রাখতে বড় অনেক বড় ভুমিকা রাখতেছে মিডিয়া । মিডিয়ার প্রতিটা মাধ্যম কোন না কোন পক্ষের পক্ষপাতিত্ব করেই চলতেছে ... কেউ ই নিরপেক্ষ না ।তাদের দ্বারা প্রচারিত সত্য নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ সবসময় ই থাকে কিন্তু আমরা যেহেতু জাতি হিসাবে আইলসামির উত্তম উদাহরণ সেহেতু এইটা জানা সত্ত্বেও আমরা চুপ থাকি । ঘর হইতে দুইপা ফেলিয়া সত্যটা জানার ব্যাপারে আমাদের যথেষ্ট অনীহা থাকে বলেই আমরাও কোন না কোন পক্ষপাতদুষ্ট মিডিয়ার মুরিদ হইয়া যাই। এই কারণে এইসব মিডিয়া যখন মনে করে আমাদের কে রঙ্গিলা বিবির নাচ দেখাইয়া মজা দিবে তো আমরা মজা নেই , আবার যখন তারা মনে করে কোন হাউকাউ টাইপ নিউজ দিয়া আমাদের একটু উত্তেজিত করবে তো আমরা তেমন রেজাল্ট দেই আমি মিন রিএ্যাকশন আরকি !! আবার তারা কোন স্যাড স্যাড নিউজ দিয়া আমাদের কে শাবানা স্টাইলে কান্দাইতেও পছন্দ করে বৈকি ... ব্যাপার না, যেহেতু আমরা তাদেরকে এমন কইরা পুতুলের মত নাচানোর সুযোগ কইরাই দিছি নিজ দায়িত্বে সেহেতু তাদের দোষ নাই... তারা তাদের কর্ম করতেছে শুধু । এর মাঝে শুধু আমাদের বুঝতে হবে আমরা কোন মিডিয়ার মুরিদ হবো আর নিজের আখের গোছাবো ... দেশ নিয়া চিন্তা তখন করা যাবে যখন নিজের বাড়ি আর গ্যারেজে একটা গাড়ি হবে ... তখন আরাআআআম করে দেশ নিয়া টেনশিত হওয়া যাবে ... "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।