আমি আমি একটু বিভ্রান্ত হয়েই এই লেখাটা লিখছি। কেউ যদি আমাকে একটু বুঝাতে পারেন প্লিজ মন্তব্য করবেন। ভারতে এক মেয়ে ধর্ষণের ঘটনার খবর দিয়ে সেই যে মিডিয়াতে আলোড়ন শুরু তার পর প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও গণধর্ষণের শিকার হচ্ছে নারী। আমি বুঝতে পারছি না **এই ধরনের ঘটনা কী আমাদের আশে পাশে আগেও ঘটতো কিন্তু সাংবাদিকরা কোন না কোন কারনে চুপ থাকতেন !! ** নাকি ভারতের ধর্ষণের ঘটনা আমাদের দেশের ধর্ষকদের মনে করিয়ে দিয়েছে- “পাগলা নৌকা ডুবাস না”। যদি প্রথমটা হয় তাহলে বলতে হয়, সাংবাদিকরা ঠিক করছেন না, জনগণ যখন যে নিউজ টা বেশি খাচ্ছে সেটাই খাওয়াবেন আর অন্য সময় সমাজের কলক্ক পরিস্কারের কোন দায়িত্ব পালন করবেন না, টাকা খেয়ে সব মাপ ( আমার এলাকায় এরকম সাংবাদিকের অভাব নেই, যদি কেউ challenge করতে চান personally যোগাযোগ করবেন, প্রমান দিয়ে দেব সিঙ্গাইরের কোন সাংবাদিক কত খায় ) !! তাহলে থু থু সেই সাংবাদিককে। আর যদি দ্বিতীয় টা সত্যি হয় তাহলে বলবো ভারতে ধর্ষণের ঘটনাটা যতটা মুখরোচক ভাবে আমাদের দেশের মিডিয়া গুলো তুলে ধরেছে ততটা ভাল ভাবে তুলে ধরা হয় নি ভারতের ওই ঘতনার পর ধর্ষকের শাস্তির বিধান। আমি মনে করি, প্রতিবার ধর্ষণের খবর প্রকাশের সাথে সাথে (একই রিপোর্টে) ধর্ষণের শাস্তি কি তা উল্লেখ করা উচিত। কারণ হিসেবে বলবো অনেকেই জানে গতকাল কতগুলো মেয়ে ধর্ষিত হয়েছে কিন্তু হয়তো অল্প লোকই জানে গতকাল কতগুলো ধর্ষণের শাস্তি হয়েছে এবং কি শাস্তি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।