আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ডি এস এল আর টাতে আমার তোলা ব্র্যান্ড নিউ কিছু ছবি। দেখুন তো কেমন হয়েছে

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। রঙ্গনঃ আমার খুব প্রিয় একটা ফুল। সেই ছোটবেলা থেকে রঙ্গন আর কৃষ্ণচূড়া এই ফুল দুটো আমার কাছে রক্তরাঙ্গা আগুনের সমার্থক।

নিভন্ত আশাঃ নিভু নিভু কিছু আশা, তার সাথে কিছু ভালবাসা, ঘুম ঘুম কিছু রাত্রি, তার সাথে কিছু ব্যকুল আর্তি এই তো আমার কাছে আসা এই তো আমার ভালবাসা আউট অভ সাইট, আউট অভ মাইন্ডঃ জীবনের ডায়রিতে এভাবেই কাছের মানুষ গুলোকে আমরা মনে রাখি। দূরত্ব যাদের সমার্থক, মনের দৃষ্টিতেও তারা এমনই ঝাপসা হয়ে আসতে থাকে। এইতো বাস্তবতা। কৃষ্ণচূড়াঃ আমার খুব প্রিয় একটি ফুল। বিশেষ করে গাছে থাকা কৃষ্ণচূড়া।

দূর থেকে দেখলে মনে হয়, সারা গাছে যেন আগুন লেগেছে। ডায়ান্থাসঃ এই ফুল গুলো পেয়েছি আমাদের ডি এম সির নিউক্লিয়ার মেডিসিন বিল্ডিঙের সামনের লনে। আরও অনেক ফুলের সমারহ ওখানে। কিন্তু ডায়ান্থাস তাদের অনেকগুলকেই ম্লান করে দিয়েছে। এরিসট্রক্রাট লাইটিং ক্যামেরা কেনার উদযাপন উপলক্ষে বউ আমায় ব্যাটন রুজ এ নিয়া গেছিলো।

সেইখানের রুফ লাইটিং। গোলাপি জবাঃ জবার সবগুলো কালারের মধ্যে এটাই আমার সবচেয়ে ভালো লাগে। অস্তিত্ত্বে বাংলাদেশঃ এটা সবারই চেনা, তাই বলার কিছুই নেই। খুব কমন কিন্তু নাম না জানা কিছু ফুলঃ ঢাকার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে সর্বত্র এই ফুলগুলোর রাজত্ব। আপসুস, নাম জানি না।

কেউ জানলে জানাবেন আশা রাখি। কষ্ট করে এতক্ষন ধরে পোস্ট টি পড়া এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো জানালে উৎসাহ পাবো। সবগুলো ছবিই আমার নাইকন ডি ৩১০০ দিয়ে তোলা। সুন্দর সুন্দর ফুলের ছবি তোলার জন্য কাছাকাছি কোথায় যাওয়া যায়, জানালে উপকৃত হতাম।

ফটোশপে রঙের খেলা ( ছবিসহ টিউটোরিয়াল) ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩ আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ) ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ ক্লিক ক্লিক ক্লিক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.