আকাশ ভরা স্বপ্ন সাথে বিতর্ক বিষয়টা ছোট বেলা থেকেই খুব ভালো লাগতো, তাই এর সাথে পথ চলা শুরু হয়েছিল স্কুল বেলা থেকে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে পায় পূর্ণতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি তে কাটে ৩ বছরের ও বেশী সময়। স্কুল জীবনের প্রাপ্তির পাশাপাশি যোগ হয় আরও অসংখ্য প্রাপ্তি। বিকিশত হয় চিন্তা-চেতনার।
ভাবতাম আমরাই একদিন যুক্তি দিয়ে মুক্তির মশাল উড়াব।
কিন্তু সব যুক্তি যে মুক্তি দেয় না, তা বুঝতে কিছুটা দেরী হয়ে গেল।
বিতর্ক এর সাথে যুক্ত থাকতে গিয়ে যুক্ত হয়েছিলাম বিবর্তন বিতর্ক ধারা এবং সোহরাওয়ারর্দী হল ডিবেটিং ক্লাব এর সাথে।
বিতার্কিক হয়ে উঠার এ ভুবনে বিতর্কজীবি হতে চাইনি, আর তাই ধীরে ধীরে নিজের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটালাম। ব্যাস্ত হলাম পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে।
মাঝে মাঝে খুব খারাপ লাগে, যখন দেখি একজন ভালো বিতার্কক বিতর্ক কে পুজি করে সংগঠক হয়ে উঠছেন শুধুমাত্র তার নিজেকে জাহির করার জন্য। এককভাবে সব ক্ষমতা রাখছেন নিজের হাতে। চেয়ারম্যান থেকে যাচ্ছেন বছরের পর বছর। গনতন্ত্রের বুলি আওরে নিজেই গলা টিপে হত্যা করছে গনতন্ত্রকে। পেছনে যত বেশী জনবল, তত বেশী স্পন্সর পাবার সম্ভাবনা; প্রতিটা প্রোগ্রাম শেষে পকেটে থাকবে টাকা।
যদি আমি এ রকম করি, তবে কি আমি নিজেকে বিতর্কজীবি বলতে পারিনা?
আর যদি বিষয়টি এমন না হয়, তবে আজ জাতীয় পর্যায়ে কেন বিতর্ক নিয়ে এত সংগঠন?!!!
"কেন আমরা এক হয়ে, এক সাথে বিতর্ক করতে পারি না, এ আন্দোলনকে এগিয়ে নিতে পারি না"---- এটা নিয়ে একটা বিতর্ক হওয়া উচিৎ......। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।