হৃ হৃ ক্ষুদে বিতার্কিকরা আজ রাস্তায় বিভিন্নভাবে নির্যাতিত। বিতর্কের মঞ্চের কথার যুদ্ধের পর বাইরেও পথেঘাটে আজ তারা বিভিন্ন যুদ্ধে লিপ্ত। যারা আগামী দিনের সুন্দর সুন্দর কথা বলে নিজেরাই ব্যক্তি স্বার্থ অর্জনের জন্য মারামারিতে জড়িয়ে পরে তখন বিতর্ক অঙ্গনের এই তরুন সমাজকে ধিক্কার জানাতেই হয়।
সম্প্রতি নটর ডেম কলেজ এর সেরা বিতার্কিক মো. তৌহিদুর রহমান প্রয়াত স্কুলের সামনে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়। এ ঘটনায় বিতর্ক সমাজ শঙ্কিত।
দেশের ভবিষ্যত কারিগরদেরকে এ ধরনের অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে?
কিন্তু তারপরও আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাতে চাই, তারা আমদেরই সন্তান দেশের ক্ষুদে তার্কিক। বিতর্ককে তারা এখনও অনুধাবন করতে সেখেনি, তর্ক যুদ্ধকে তারা পাড়ার রাস্তায় মুষ্টিযুদ্ধে পরিণত করছে। অমানবিকভাবে তুরাগ এর সম্মান হানি করেছে। কছি এই বিতার্কিকদের হৃদয় ও শারীরিক সুস্থতা কামনা করছি। আসুন সকলে ওর জন্য দোয়া করি আর facebook profile এ GET WELL SOON লেখাটি post করি।
(যে যত বেশিবার এই লেখাটি post করবে এবং অন্যকে উৎসাহিত করবে তাদের কখনই এ ধরনের অযাযিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
এ ধরনের নেক্কারজনক ঘটনাকে বিতর্ক সমাজ নিন্দা জানাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।