আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি! তোমার জন্য

আজ বহুদিন পর তোমার দেখা পেলাম। তুমি আসবে এমন সাজে ভাবতে পারিনি। সারাটা দিন কেমন তপ্ত হয়ে ছিলাম, কতটা তৃষ্ণার্ত তা তুমি জানতে না। তোমার আগমনী সঙ্গীতে প্রাণটা আইঢাই করছিল-তুমি এলে তাই এই তনুমন থরোথর! তুমি কীভাবে ছিলে বলো তো-আমা ছাড়া ? আমি সত্যিই তৃপ্ত তোমার মায়াবি শীতল স্পর্শে। তুমি আসবে বলেই আজ সারাটা দিন জ্বালিয়েছে দিবাকর।

তুমি আসবে তাই তিরতির করে ভিজেছে নোনাজলে এই শরীর-জানো তুমি ? তোমার পরশ পেতে কত মরিয়া ছিলাম-বুঝলে কী করে? ওহহো, তুমি তো বোঝ সবকিছুই। তবু বুঝে-শুনে কেন এত কষ্ট দিতে মন চায় তোমার। অনেক আতস বাজি ফটিয়ে গোটা এলাকা কাঁপিয়ে তুমি এলে। তোমার আগমনে তপ্ত এই বুক পেলো স্বর্গীয় সুখের শীতল ছোঁয়া। তোমার জন্য হে আমার প্রিয়তমা, তোমার জন্য এই পংক্তিমালা।

তোমাকেই খুঁজেছি এতটা সময়। জৈষ্ঠ্যের খরতাপে আজ বিগলিত এই প্রাণ- বৃষ্টি তোমার জন্য, বর্ষা তোমার জন্য আমার এ গান ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.