আমাদের কথা খুঁজে নিন

   

ভোজ্য তেল-ওষুধের দাম কমছে, বাড়ছে গাড়ি-এসির দাম...

আমিও অন্য সবার মতোই স্বপ্ন দেখতে ভালোবাসি । সেই ছেলেবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতাম। আজও দেখি। এদের বাস্তব করতে যথেষ্ট চেষ্টা করেছি, আজও পারিনি। ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্কহার পুনর্বিন্যাসের কারণে কমতে পারে ভোজ্য তেল, ইনসুলিনসহ ওষুধের দাম কমতে পারে।

বাড়তে পারে গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও আমদানি করা ফলের দাম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন। নতুন অর্থবছরের বাজেটের আকার প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। সিরামিক ও জাহাজ নির্মাণ ও ওষুধ খাতকে উৎসাহিত করতে এসব শিল্পের অনেক উপকরণের ওপর আরোপিত শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ভোজ্য তেল হিসেবে সূর্যমুখী (সানফ্লাওয়ার) তেলের আমদানি শুল্ক অর্ধেকের বেশি কমিয়ে ১৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

জনস্বার্থের কথা বিবেচনায় রেখে বিভিন্ন খাদ্যদ্রব্য, সার, বীজ, ওষুধ ও সূতার মতো প্রয়োজনীয় দ্রব্যের কর রেয়াত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বেসরকারি মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর মূল্য সংযোজন কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। নিউজপ্রিন্ট কাগজের কাঁচামাল ওয়েস্টপেপারের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব রয়েছে ঘোষিত বাজেটে। ওষুধ শিল্পের অনেক যন্ত্রাংশের ওপর শুল্ক ১৫২ শতাংশ থেকে কমিয়ে মাত্র তিন শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া এ শিল্পের ৪৬ ধরনের প্রয়োজনীয় দ্রব্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন তিনি।

ইনসুলিনের করভার ২৯ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বাথটাব, বেসিন ও কমোডের মতো স্থানীয়ভাবে উৎপাদিত সিরামিক পণ্যের ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কাঁচামাল আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাবও এসেছে। পরিবেশ দূষণ রোধে রপ্তানিমুখী শিল্প কারখানায় ইটিপি স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাবও করা হয়েছে। গণপরিবহন ও তথ্যপ্রযুক্তি খাতের অনেক উপকরণের শুল্কও কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ফ্লাস ড্রাইভস ও ফ্লাস কার্ডসের ওপর কর কমানোর প্রস্তাব করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে উৎসাহিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এ খাতের কিছু কাঁচামালের দাম কমবে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের ওপর বর্তমানের ২০ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ধরনের ফল, ফলের জুস, সস, গাড়ি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আমদানিকে নিরুৎসাহিত করতে এই সব ক্ষেত্রে শুল্কহার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাবও করেছেন তিনি। তামাক পাতা রপ্তানিতে শুল্ক ১০ শতাংশ বাড়ানোর পাশাপাশি সব ধরনের তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এক হাজার সিসি পর্যন্ত গাড়ির ওপর সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১৮০১ থেকে ২০০০ সিসির গাড়ির ওপর সম্পূরক শুল্ক ১০০ থেকে দেড়শ’ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। bdnews24  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।