আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে ভোজ্য দিয়ে উহ্য কর্মে নিয়োজিত করো



আমাকে ভোজ্য দিয়ে উহ্য কর্মে নিয়োজিত করো শাফিক আফতাব............... সম্প্রতি আমার ক্ষুধা বেড়ে গেছে তুমি কাছে এলে অসম্ভবরকমের ক্ষুধা বেড়ে যায় আমার। দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ক্ষুধা বেড়ে গেলো ? বেড়ে গেলে হজম শক্তি ? তাহলে তো অল্পকিছুদিনেই ফতুর হতে হবে আমাকে। ফতুর হবো তবু খেয়ে যাবো পেট ভরে গতর ভরে খাবো পুলকের দানা তুমি হয়ে যাও তো অম্ভবরকমের বেগানা ! উলঙ্গ উদ্ধত হও আমি খেয়ে সব সাবার করে দেবো। রক্তকণিকার মতোন নতুন পত্রপল্লবে অঙ্কুরিত হয় আমার ভোজ্য সমুদ্রের জলের মতোন এতটুকু কমেনা সমুদ্রের জলে যেমন ঘুরেফিরে সমুদ্রে ফিরে আসে, তোমাকে ভালোবেসে অনুরূপ যে জল শুঁকোয়, তা জলীয় বাস্প হয় বৃষ্টি ঝরায় আবার হৃদয়ে আমার। আমি আমার পেলব মেলে ফুটে উঠি তোমাকে ভালোবাসতে পাই অবাধ ছুটি। আমি অনাহারি ক্ষুধার্থ পথিক এক আমাকে ভোজ্য দিয়ে উহ্য কর্মে নিয়োজিত করো আমি তোমাকে ফুল দেবো, সুবাস দেবো, এক আবহমান আবেশে তোমাকে বড় ঋদ্ধ করবো আমি। ১৯.১১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.